Breaking







Wednesday, September 2, 2020

Bengali GK Capsule Part-14 | বাংলা জিকে ক্যাপসুল পর্ব-১৪

Bengali GK Capsule Part-14 | বাংলা জিকে ক্যাপসুল পর্ব-১৪

Bengali GK Capsule Part-14 | বাংলা জিকে ক্যাপসুল পর্ব-১৪
Bengali GK Capsule
1.স্যাক্রাম হাড়টি মানবদেহের কোথায় অবস্থিত?
উত্তর:–কোমড়

2.সবচেয়ে বড় নার্ভের নাম কী?
উত্তর:-সাইটিকা নার্ভ

3.সবচেয়ে বিস্তৃত করােটিক স্নায়ুর নাম কী?
উত্তর:-ভেগাস

4.কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:–অন্ধ্রপ্রদেশ

5.জিনের ক্ষুদ্রতম কার্যকরী একককে কী বলে?
উত্তর:–সিস্ট্রন

6.বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন কারা?
উত্তর:-বরদৌলির মহিলারা, মতান্তরে মহাত্মা গান্ধী

7.কর্ণের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে?
উত্তর:-অটোলিথ

8.সম্প্রতি কাঁচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানাে হয়েছে?
উত্তর:-প্যারিসে

9.টায়ালিন নিঃসৃত হয় কোথা থেকে?
উত্তর:–মুখগহ্বরের লালাগ্রন্থি থেকে

10.কৃত্তিবাস পত্রিকাটির সম্পাদক ছিলেন কে?
উত্তর:–সুনীল গঙ্গোপাধ্যায়

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link