Breaking







Saturday, February 10, 2024

বিভিন্ন ভৌগলিক শব্দের অর্থ তালিকা PDF | Meaning of Geographical Terms

ভৌগলিক শব্দের অর্থ তালিকা PDF

বিভিন্ন ভৌগলিক শব্দের অর্থ তালিকা PDF
ভৌগলিক শব্দের অর্থ
প্রিয় বন্ধুগণ,
আজ বিভিন্ন ভৌগলিক শব্দের অর্থ তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে উল্লেখযোগ্য কয়েকটি ভৌগোলিক শব্দ ও তার অর্থ দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষায় ভূগোলের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসে। যেমন- তরাই শব্দের অর্থ কী? ডুয়ার্স কথার অর্থ কী? আরবী শব্দ মৌসুমীর অর্থ কী? ইত্যাদি।

বিভিন্ন ভৌগলিক শব্দের অর্থ

ভৌগলিক শব্দঅর্থ
মৌসুমীঋতু (আরবী শব্দ)
ডুয়ার্সদ্বার বা দুয়ার
রাঢ়পাথুরে জমি
অহ্নদিন
আয়নপথ
বিষুবদিন ও রাত্রি সমান
মরুস্থলীমৃতের দেশ
তরাইস্যাঁতস্যাঁতে পাদদেশ
সাভানাবিস্তৃত তৃণভূমি
তুন্দ্রাশৈবাল/বরফ ঢাকা অঞ্চল
পম্পাসবিস্তীর্ণ সমভূমি
দুনঅনুদৈর্ঘ্য উপত্যকা
শিল্ডসুবিস্তীর্ণ প্রাচীন উচ্চভূমি বা মালভূমি বা ঢাল
মাইক্রোনেশিয়াক্ষুদ্র দেশ
পলিনেশিয়াবহু দ্বীপের দেশ
অস্ট্রেলিয়াএশিয়ার দক্ষিণাঞ্চল
চোমোলাংমা (তিব্বতী)মাউন্ট এভারেস্ট

ভৌগলিক শব্দের তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: ভৌগলিক শব্দের অর্থ
File Format: PDF
No. of Pages:1
File Size: 257 KB

Click Here to Download

4 comments:

  1. এত সুন্দর একটি ওয়েবসাইট বানানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ । ওয়েবসাইটের কথা আমি আজ জানতে পারলাম । জানার পর খুব খুশি হলাম ।

    ReplyDelete
  2. Sir khub valo ai groupta.Ami khub upakrito hochchhi.sir rastrabigyan er
    PDF deben mane puro social studies.Thank sir

    ReplyDelete
  3. Sir, ata amaro valo legechhe. Thank you

    ReplyDelete

Dont Leave Any Spam Link