বিভিন্ন খনিজ উৎপাদনে শীর্ষ রাজ্য সমূহের তালিকা PDF
![]() |
খনিজ উৎপাদনে শীর্ষ রাজ্যসমূহ |
আজ বিভিন্ন খনিজ উৎপাদনে শীর্ষ রাজ্য তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে কোন খনিজ উত্তোলনে, কোন রাজ্য প্রথমস্থানে আছে, সেই তালিকা দেওয়া আছে। ভারতের অর্থনৈতিক ভুগোলের অংশ হিসাবে এখান থেকে প্রশ্ন আসে। যেমন:- সোনা উৎপাদনে শীর্ষ রাজ্য কোনটি? লোহা উত্তোলনে প্রথম কোন রাজ্য? ইত্যাদি।
খনিজ উৎপাদনে শীর্ষ রাজ্য সমূহ
খনিজের নাম | শীর্ষ উৎপাদনকারী রাজ্যসমূহ |
---|---|
কয়লা | ঝাড়খন্ড, উড়িষ্যা, ছত্তিশগড় |
লোহা | উড়িষ্যা, ছত্তিশগড়, কর্নাটক |
সোনা | কর্নাটক, ঝাড়খন্ড |
রুপা | রাজস্থান, কর্নাটক |
হীরা | মধ্যপ্রদেশ |
তামা | মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খন্ড |
সিসা | রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ |
টিন | ছত্তিশগড় |
চুনাপাথর | মধ্যপ্রদেশ, রাজস্থান |
ম্যাঙ্গানিজ | উড়িষ্যা, মহারাষ্ট্র |
নিকেল | উড়িষ্যা, ঝাড়খন্ড |
কোবাল্ট | ঝাড়খন্ড, উড়িষ্যা, নাগাল্যান্ড |
বক্সাইট | উড়িষ্যা, গুজরাট |
ম্যাগনেশিয়াম | তামিলনাড়ু, উত্তরাখন্ড, কর্নাটক |
অভ্র | অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, রাজস্থান |
ডলোমাইট | ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ |
জিপসাম | রাজস্থান, তামিলনাড়ু, গুজরাট |
পেট্রোলিয়াম | মহারাষ্ট্র, গুজরাট |
ইউরেনিয়াম | অন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড, কর্নাটক |
থোরিয়াম | কেরালা, ঝাড়খন্ড, বিহার |
অ্যাসবেসটস | রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক |
অ্যান্টিমনি | পাঞ্জাব, কর্নাটক |
ক্রোমাইট | উড়িষ্যা, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ |
কায়ানাইট | ঝাড়খন্ড, মহারাষ্ট্র, কর্নাটক |
লিগনাইট | তামিলনাড়ু |
দস্তা | রাজস্থান |
প্রাকৃতিক গ্যাস | আসাম |
সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name:খনিজ উৎপাদনে শীর্ষ রাজ্য
File Format: PDF
No. of Pages:1
File Size:261 KB
Click Here to Download
this site is very helpful ..
ReplyDeleteI shall be obliged for your great work...many people should get good output by this...thnks a lot
ReplyDeleteI depend on this site. Help me to crack miscellaneous service pre consequtive two years.
ReplyDelete