Breaking







Monday, February 21, 2022

ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী তালিকা PDF

ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী তালিকা PDF

ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী তালিকা - First Chief Minister of Indian States
ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী
Dear Friends,
আজ ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী তালিকা PDFটি প্রদান করছি, যেটিতে সমস্ত রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর নামের তালিকা দেওয়া হয়েছে। কারণ প্রায় বিভিন্ন পরীক্ষার এখান থেকে প্রশ্ন আসে।যেমন:- পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী? তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী কে? ইত্যাদি।

ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী

রাজ্যের নামপ্রথম মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গপ্রফুল্ল চন্দ্র ঘোষ
ত্রিপুরাশচীন্দ্র লাল সিং
আসামগোপীনাথ বরদলই
উড়িষ্যাহরেকৃষ্ণ মহতাব
বিহারকৃষ্ণ সিং
ঝাড়খন্ডবাবুলাল মারান্ডি
উত্তরপ্রদেশগোবিন্দ বল্লভ পান্ত
অন্ধ্রপ্রদেশনিলাম সঞ্জীব রেড্ডি
অরুনাচলপ্রদেশপ্রেম খান্ডু থুজ্ঞান
ছত্তিশগড়অজিত যোগী
গোয়াদয়ানন্দ বন্দদকার
গুজরাটজীবরাজ নারায়ণ মেহতা
হরিয়ানাভগৎ দয়াল শর্মা
হিমাচল প্রদেশযশবন্ত সিং পারমার
জম্মু-কাশ্মীরগুলাম মহম্মদ সাদিক
কর্নাটককে. সি. রেড্ডি
কেরালাই.এম.এস নাম্বুদিরিপাদ
মধ্যপ্রদেশরবিশঙ্কর শুক্লা
মহারাষ্ট্রযশবন্তরাও চবন
মনিপুরমাইরেম্বাম কৈরেং সিং
মেঘালয়ডব্লু. এ. সাংমা
মিজোরামসি. চুঙ্গা
দিল্লিমদন লাল খুরানা
পুদুচেরীএডওয়ার্ড গৌবার্ট
পাঞ্জাবগোপীচাঁদ ভার্গব
রাজস্থানহীরা লাল শাস্ত্রী
সিকিমকে. এল দর্জি
তামিলনাড়ুসি. এন. আন্নাদুরাই
তেলেঙ্গানাকে. চন্দ্রশেখর রাও
উত্তরাখন্ডনিত্যানন্দ স্বামী
নাগাল্যান্ডপি. শিলু আও

প্রথম মুখ্যমন্ত্রীর তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name:বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী 
File Format: PDF
No. of Pages:2
File Size:268 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link