ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী তালিকা PDF
![]() |
ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী |
আজ ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী তালিকা PDFটি প্রদান করছি, যেটিতে সমস্ত রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর নামের তালিকা দেওয়া হয়েছে। কারণ প্রায় বিভিন্ন পরীক্ষার এখান থেকে প্রশ্ন আসে।যেমন:- পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী? তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী কে? ইত্যাদি।
ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী
রাজ্যের নাম | প্রথম মুখ্যমন্ত্রী |
---|---|
পশ্চিমবঙ্গ | প্রফুল্ল চন্দ্র ঘোষ |
ত্রিপুরা | শচীন্দ্র লাল সিং |
আসাম | গোপীনাথ বরদলই |
উড়িষ্যা | হরেকৃষ্ণ মহতাব |
বিহার | কৃষ্ণ সিং |
ঝাড়খন্ড | বাবুলাল মারান্ডি |
উত্তরপ্রদেশ | গোবিন্দ বল্লভ পান্ত |
অন্ধ্রপ্রদেশ | নিলাম সঞ্জীব রেড্ডি |
অরুনাচলপ্রদেশ | প্রেম খান্ডু থুজ্ঞান |
ছত্তিশগড় | অজিত যোগী |
গোয়া | দয়ানন্দ বন্দদকার |
গুজরাট | জীবরাজ নারায়ণ মেহতা |
হরিয়ানা | ভগৎ দয়াল শর্মা |
হিমাচল প্রদেশ | যশবন্ত সিং পারমার |
জম্মু-কাশ্মীর | গুলাম মহম্মদ সাদিক |
কর্নাটক | কে. সি. রেড্ডি |
কেরালা | ই.এম.এস নাম্বুদিরিপাদ |
মধ্যপ্রদেশ | রবিশঙ্কর শুক্লা |
মহারাষ্ট্র | যশবন্তরাও চবন |
মনিপুর | মাইরেম্বাম কৈরেং সিং |
মেঘালয় | ডব্লু. এ. সাংমা |
মিজোরাম | সি. চুঙ্গা |
দিল্লি | মদন লাল খুরানা |
পুদুচেরী | এডওয়ার্ড গৌবার্ট |
পাঞ্জাব | গোপীচাঁদ ভার্গব |
রাজস্থান | হীরা লাল শাস্ত্রী |
সিকিম | কে. এল দর্জি |
তামিলনাড়ু | সি. এন. আন্নাদুরাই |
তেলেঙ্গানা | কে. চন্দ্রশেখর রাও |
উত্তরাখন্ড | নিত্যানন্দ স্বামী |
নাগাল্যান্ড | পি. শিলু আও |
প্রথম মুখ্যমন্ত্রীর তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name:বিভিন্ন রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী
File Format: PDF
No. of Pages:2
File Size:268 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link