Breaking







Monday, June 1, 2020

Bengali Monthly Current Affairs : May 2020 PDF

Bengali Monthly Current Affairs : May 2020 PDF

Bengali Monthly Current Affairs  May 2020 PDF
May 2020 Bengali monthly CA
Hello Friends,
সমস্ত পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুতির জন্য  May 2020 Bengali Monthly Current Affairs PDFটি আপনাদের বিনামূল্যে প্রদান করছি | এই পিডিএফে সম্পূর্ণ মে ২০২০-এর প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে | আগত RRB Group D, NTPC, WBP, PSC,WBCS পরীক্ষাতে এই পিডিএফ থেকে বেশ কিছু কমন থাকবে আশা করা যায় | আর এখানে Current Affairs গুলি ক্যাটাগরী অনুযায়ী সাজিয়ে দেওয়া হয়েছে|

            যেহেতু প্রতিটা পরীক্ষায় Bengali Current Affairs বেশ গুরুত্বপূর্ণ, সেহেতু দেরী না করে মে ২০২০ মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফটি ডাউনলোড করে নিন |

May 2020 Monthly CA নমুনা::

১লা মে ২০২০
1.‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ পালন করা হয় প্রতি বছর ১লা মে
2.সম্প্রতি ৮২ বছর বয়সে মারা গেলেন ভারতের প্রাক্তন ফুটবল ক্যাপ্টেন চুনী গোস্বামী
3.মনিপুরের ‘কালো চাল’ এবং গোরখপুরের ‘টেরাকোটা’ পেলো GI ট্যাগ
4.জাপানের দ্বারা ‘Order of Rising Sun’ সম্মানে ভূষিত হলেন মনিপুরি ডাক্তার Thangjam Dhabali Singh
5.‘Nikkei Asia Prize 2020’-এর জন্য মনোনীত হলেন IIT Madras-এর অধ্যাপক Thalappil Pradeep
6.Google Pay India-এর উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন প্রাক্তন Axis Bank-এর CEO শিখা শর্মা
7.করোনার চিকিৎসার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে ‘#We Will Win’-নামে ক্যাম্পেইন লঞ্চ করলো FIFA
8.বিশ্বজুড়ে ‘Highest Viewed Entertainment Programme’ হিসাবে নামাঙ্কিত হলো ‘Ramayana’ সিরিজ
9.ভারতের নতুন Economic Affairs Secretary হিসাবে নিযুক্ত হলেন তরুণ বাজাজ
10.ভারতের প্রথম রাজ্য হিসাবে পরিযায়ী শ্রমিকদের ট্রেনের মাধ্যমে রাজ্যে ফিরিয়ে আনছে ঝাড়খন্ড

২রা মে ২০২০
1.‘World Tuna Day’ পালন করা হয় প্রতিবছর ২রা মে
2.পরিবহন ব্যবস্থার সাথে কৃষকদের যুক্ত করতে ‘Kisan Sabha App’ তৈরী করলো CSIR-Central Road Research Institute (CSIR-CRRI)
3.MSME Ministry-র সেক্রেটারী পদে নিযুক্ত হলেন অরবিন্দ কুমার শর্মা
4.Ministry of Road Transport and Highways-র সেক্রেটারী পদে নিযুক্ত হলেন Giridhar Aramane
5.American Academy of Arts and Sciences-এর ‘International Honorary Member’ হিসাবে নির্বাচিত হলেন অধ্যাপিকা Shobhana Narasimhan
6.সম্প্রতি কাশ্মিরী স্যাফ্রন(Saffron) পেলো GI ট্যাগ
7.‘New Zealand Cricketer of the Year Award’-এ সম্মানিত হলেন Ross Taylor
8.২০১৬ সালের পর থেকে এই প্রথমবার ICC Test Rankings-এ শীর্ষস্থান হারালো ভারত
9.ব্রাজিলে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন Suresh K Reddy
10.প্রথম ভারতীয় হিসাবে ‘Fed Cup Heart Award’-এ নমিনেটেড হলো সানিয়া মির্জা

৩রা মে ২০২০
1.‘World Press Freedom Day’ পালন করা হয় ৩রা মে; এবারের থিম ছিল ‘Journalism Without Fear or Favour.’
2.৯২২ কোটি টাকায় ভারতের নতুন পার্লামেন্ট বিল্ডিং তৈরীর প্রস্তাব অনুমোদন করলো পরিবেশ মন্ত্রালয়
3.Yes Bank-এর ‘Chief Risk Officer’ হিসাবে নিযুক্ত হলেন নীরাজ ধাওয়ান
4.নিউ দিল্লিতে ‘Prof. B.B. Lal: India Rediscovered’ শিরোনামে ই-বুক লঞ্চ করলেন কেন্দ্রীয় কালচার মিনিস্টার প্রহ্লাদ সিং প্যাটেল
5.সম্প্রতি ৮৩ বছর বয়সে মারা গেলেন উরিষ্যার প্রখ্যাত নাট্যকার বিজয় মিশ্র
6.মঙ্গল গ্রহে উড়ানোর জন্য নাসার তৈরী প্রথম হেলিকপ্টারের নাম ‘Ingenuity’ দিয়ে বিশেষ পুরস্কার পেল  ভারতীয় বংশোদ্ভূত ১৭ বছর বয়সী Vaneeza Rupani
7.মহত্মা গান্ধী জাতীয় গ্রামীন কর্মসংস্থান নিশ্চয়তা কর্মসূচীর আওতায় সবথেকে বেশী কর্মসংস্থান প্রদানকারী রাজ্যের তালিকায় শীর্ষস্থানে ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গের স্থান চতুর্থ
8.‘The Room Where It Happened: A White House Memoir’ শিরোনামে বই লিখলেন এবং প্রকাশ করলেন John Bolton
9.National Thermal Power Corporation Limited(NTPC)-এর অপারেশন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন রমেশ বাবু
10.COVID-19-এর বিরুদ্ধে লড়তে ‘Ayuraksha’ প্রোগ্রাম যৌথভাবে লঞ্চ করলো দিল্লি পুলিশ এবং All India Institute of Ayurveda (AIIA)

৪ঠা মে ২০২০
1.‘International Firefighters’ Day’ পালন করা হয় প্রতি বছর ৪ঠা মে
2.‘হাম হার নেহি মানেঙ্গে’-শিরোনামে গান রিলিজ করলো HDFC Bank
3.শারীরিক অসুস্থতার কারণে পেশাদার স্নুকার খেলা থেকে অবসরের ঘোষণা করলেন যুক্তরাজ্যের Peter Ebdon
4.‘Bharat Market’-নামে ন্যাশনাল ই-কমার্স মার্কেটপ্লেস লঞ্চ করতে চলেছে Confederation of All India Traders (CAIT)
5.মাস্ক এবং PPE সামগ্রী রপ্তানীর উপর থেকে সাময়িক ব্যান তুলে নিল রাশিয়া
6.হটস্পট এলাকায় বসবাসকারী জনগনের জন্য ‘Arogya Setu App’ ব্যবহার বাধ্যতামূলক করলো উত্তরপ্রদেশ সরকার
7.‘Countries in a Scientific Publication’ তালিকায় ভারতের স্থান তৃতীয়
8.করোনায় আক্রান্ত হয়ে ৬২ বছর বয়সে মারা গেলেন ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি অজয় কুমার ত্রিপাঠী
9.‘COVID Katha’-নামে মাল্টিমিডিয়া গাইড লঞ্চ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী Dr Harsh Vardhan
10.খেলার সময় ক্রিকেট বলকে চকচকে করতে মুখের লালা এবং ঘাম ব্যবহার নিষিদ্ধ করলো অস্ট্রেলিয়া

৫ই মে ২০২০
1.‘The World Asthma Day’ পালন করা হয় ৫ই মে; এবারের থিম ছিল ‘Enough Asthma Death’
2.‘মুখ্যমন্ত্রী শহরী রোজগার গ্যারান্টি যোজনা’ লঞ্চ করছে হিমাচল প্রদেশ সরকার
3.‘Striking Images of Life’-এর জন্য 2020 Pulitzer Prize-এ সম্মানিত হলেন Dar Yasin, Mukhtar Khan  এবং  Channi Anand
4.পেশাদার টেনিস খেলা থেকে সারাজীবনের জন্য ইজিপ্টের প্রখ্যাত টেনিস তারকা Youssef Hossam-কে ব্যান করলো Tennis Integrity Unit(TIU)
5.ডোপিংটেস্টে ফেল হওয়ায় ৪ বছরের জন্য ভারতীয় ডিসকাস থ্রোয়ার সন্দীপ কুমারীকে ব্যান করলো World Anti-Doping Agency (WADA)
6.‘I FOR INDIA’ নামক কনসার্টের জন্য বলিযুডের সঙ্গে পার্টনারশীপ গড়লো ফেসবুক
7.বিদেশ থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে ‘সমুদ্র সেতু’ অপারেশন শুরু করলো ভারতীয় নেভি
8.দুর্নীতি সম্পর্কিত অভিযোগ সংগ্রহের জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার লঞ্চ করলো ত্রিপুরা রাজ্য সরকার
9.পশ্চিমবঙ্গে আটকে পড়া ভিন রাজ্যের মানুষদের নিজেদের রাজ্যে ফিরিয়ে দিতে ‘Exit App’ লঞ্চ করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার
10.উত্তর মেরুর জলবায়ু পর্যবেক্ষণ করতে প্রথমবার ‘Arktika-M’ স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে রাশিয়া

৬ই মে ২০২০
1.International Bank for Reconstruction and Development (IBRD)-এ আমেরিকার প্রতিনিধি হিসাবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত অশোক মাইকেল
2.বিজ্ঞান ও প্রযুক্তিতে ‘Young Career Award 2020’ দ্বারা সম্মানিত হলেন IIT Bombay-এর প্রোফেসর সৌরভ লোধা
3.পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে দায় ভার গ্রহণ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী
4.অন্য রাজ্য থেকে ফিরে আসা ব্যক্তিদের সঠিক সচেতনতা বৃদ্ধি করতে ‘Nigah’ স্কিম লঞ্চ করছে হিমাচল প্রদেশ
5.‘Ayush Kavach-Covid’ অ্যাপ লঞ্চ করলো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
6.Max Bupa Health Insurance-এর ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কৃষ্ণন রামচন্দ্রন
7.World War II মেডেল দ্বারা উত্তর কোরিয়ার শাসক Kim Jong-un-কে সম্মানিত করলেন রাশিয়ার রাষ্ট্রপতি Vladimir Putin
8.নিউইয়র্কে US Federal Court-এর বিচারপতি হিসাবে মনোনীত হলেন ভারতীয় বংশোদ্ভূত Saritha Komatireddy
9.‘Marcus Wallenberg Prize 2020’ দ্বারা সম্মানিত হলেন Joseph J Landsberg, Richard H Waring  এবং  Nicholas C Coops
10.সংক্রমণ সম্ভাবনাপূর্ণ অঞ্চলকে জীবানুমুক্ত করতে ‘UV Blaster’ তৈরী করলো DRDO
এইভাবে সম্পূর্ণ মাসের এবং বিভাগ অনুযায়ী পেতে পিডিএফটি সংগ্রহ করে রাখুন 


File Details::
File Name:May 2020 CA
File Format: PDF
No. of Pages:22
File Size: 5.08 MB

Click Here to Download

2 comments:

  1. Uttor part er word gulo colourfull korun...blue colour korte paren

    ReplyDelete
  2. ECONOMY & SCIENCE TECHNOLOGY PART 2TO ADD KORLE KHUB BHALO HOTO..

    ReplyDelete

Dont Leave Any Spam Link