বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা তালিকা PDF
![]() |
প্রথম ভারতীয় মহিলা |
Hello Dear,
আজ বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা PDFটি শেয়ার করছি, যেটিতে ভারতের বিভিন্ন ক্ষেত্র এবং সেগুলিতে নিযুক্ত প্রথম মহিলাদের নামের তালিকা লিপিবদ্ধ করা হল। বিভিন্ন Competitive Exam-এ এই অংশ থেকে প্রশ্ন আসে। যেমন:- ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? ইত্যাদি।
আজ বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা PDFটি শেয়ার করছি, যেটিতে ভারতের বিভিন্ন ক্ষেত্র এবং সেগুলিতে নিযুক্ত প্রথম মহিলাদের নামের তালিকা লিপিবদ্ধ করা হল। বিভিন্ন Competitive Exam-এ এই অংশ থেকে প্রশ্ন আসে। যেমন:- ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? ইত্যাদি।
প্রথম ভারতীয় মহিলা
বিভিন্ন ক্ষেত্র | প্রথম মহিলার নাম |
---|---|
জাতীয় কংগ্রেসের সভাপতি | সরোজিনী নাইডু |
রাষ্ট্রপতি | প্রতিভা প্যাটেল |
প্রধানমন্ত্রী | ইন্দিরা গান্ধী |
মুখ্যমন্ত্রী | সুচেতা কৃপালিনী |
রাজ্যপাল | সরোজিনী নাইডু |
লোকসভার অধ্যক্ষ | মীরা কুমার |
সুপ্রিম কোর্টের বিচারপতি | মীরাসাহিব ফাতিমা বিবি |
হাইকোর্টের বিচারপতি | আন্না চন্ডি |
হাইকোর্টের প্রধান বিচারপতি | লীলা শেঠ |
রাষ্ট্রদূত | বিজয়লক্ষ্মী পন্ডিত |
আই. পি. এস. অফিসার | কিরণ বেদি |
আই. এ. এস. অফিসার | আন্না জর্জ মালহোত্রা |
ব্যারিস্টার | কর্নেলিয়া সোরাবজি |
আইনজীবী | রোজিনা গুহ |
ভাইস এয়ার মার্শাল | পি. বন্দ্যোপাধ্যায় |
মার্চেন্ট নেভি অফিসার | সোনালী ব্যানার্জি |
রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর | জে. কে. উদেসি |
নির্বাচন কমিশনার | রমা দেবী |
মহিলা মন্ত্রী (কেন্দ্রীয়) | অমৃত কাউর |
মহিলা মন্ত্রী (রাজ্য) | বিজয়লক্ষ্মী পন্ডিত |
বিমানচালক | দুর্বা ব্যানার্জি |
ট্রেনচালক | সুরেখা যাদব |
মহাকাশচারী | কল্পনা চাওলা |
স্নাতক | কাদম্বিনী গাঙ্গুলী ও চন্দ্রমুখী বসু |
সান্মানিক স্নাতক | কামিনী রায় |
এম. এ. উত্তীর্ণ | চন্দ্রমুখী বসু |
বাংলা সাহিত্যে উপন্যাসিক | স্বর্ণকুমারী দেবী |
ইংরেজি ভাষার কবি | তরু দত্ত |
চিত্রকর | সুনয়নী দেবী |
চলচ্চিত্র অভিনেত্রী | কমলাবাই গোখলে |
মিস ইউনিভার্স | সুস্মিতা সেন |
মিস ওয়ার্ল্ড | রিতা ফারিয়া |
নোবেল পুরস্কার বিজয়ী | মাদার টেরেজা |
বুকার পুরস্কার বিজয়ী | অরুন্ধতী রায় |
জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক | আশাপূর্ণা দেবী |
পদ্মশ্রী প্রাপক | নার্গিস দত্ত |
ভারতরত্ন পুরস্কার প্রাপক | ইন্দিরা গান্ধী |
দাদাসাহেব ফলকে পুরস্কার জয়ী | দেবিকা রানী |
ইংলিশ চ্যানেল অতিক্রমকারী | আরতি সাহা |
জিব্রাল্টার অতিক্রমকারী | আরতি প্রধান |
এভারেস্ট জয়ী | বাচেন্দ্রী পাল |
এভারেস্ট জয়ী (প্রতিবন্ধী) | অরুনিমা সিনহা |
আন্টার্কটিকা অভিযানকারী | মেহের মুস |
দাবায় গ্র্যান্ড মাষ্টার | সুব্বারমন বিজয়লক্ষ্মী |
অলিম্পিক পদকজয়ী(ব্রোঞ্জ) | কর্ণম মালেশ্বরী |
এশিয়াডে সোনাজয়ী | কমলজিত সিং সাধু |
দ্বিশত রানের অধিকারী ক্রিকেটার | মিতালি রাজ |
প্রথম ভারতীয় মহিলাদের তালিকাটি পিডিএফে আছে
File Name:বিভিন্ন ক্ষেত্রে প্রথম ভারতীয় মহিলা
File Format: PDF
No. of Pages:3
File Size:413 KB
Click Here to Download
খুব ভালো information পাওয়া যায় এই ব্লগটি থেকে...
ReplyDelete