Breaking







Thursday, November 16, 2023

আদমশুমারি ২০১১ অনুযায়ী পশ্চিমবঙ্গ || সেনসাস

আদমশুমারি ২০১১ অনুযায়ী পশ্চিমবঙ্গের তথ্য:

আদমশুমারি ২০১১ অনুযায়ী পশ্চিমবঙ্গের তথ্য
আদমশুমারি ২০১১ অনুযায়ী পশ্চিমবঙ্গ
Dear Friends,
আজ আদমশুমারি ২০১১ অনুযায়ী পশ্চিমবঙ্গের তথ্য PDFটি শেয়ার করছি, যেটিতে ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী পশ্চিমবঙ্গের জনসংখ্যা, জনঘনত্ব, সাক্ষরতার হার, লিঙ্গানুপাত ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে, যেগুলি থেকে WBCS, UPSCসহ অন্যান্য পরীক্ষাতে প্রায়ই প্রশ্ন আসে| এছাড়া জনগণনার রিপোর্ট বিভিন্ন ক্ষেত্রেই কাজে লাগে | তাই দেরী না করে Census Report 2011 Bengali PDFটি সংগ্রহ করে নিন বিনামূল্যে |

আদমশুমারি ২০১১ : পশ্চিমবঙ্গ

❏ মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান ভারতে চতুর্থ

❏ মোট জনসংখ্যা-৯১,২৭৬,১১৫ জন

❏ জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার ১৩.৮৪ শতাংশ

❏ সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা উত্তর ২৪ পরগনা (৮৯,৩০,২৯৫ জন)

❏ জনঘনত্ব ১,০২৯ জন প্রতি বর্গকিলোমিটারে (ভারতে স্থান দ্বিতীয়)

❏ রাজ্যের সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা কলকাতা ২৪,৭৬০ (প্রতি বর্গকিলোমিটার), রাজ্যের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ জেলা পুরুলিয়া ৪০৫ (প্রতি বর্গকিলোমিটার)

❏ মোট স্বাক্ষর : ৬১,৫৩৮,২৮১ জন
পুরুষ : ৩৩,৮১৮,৮১০ জন
মহিলা : ২৭,৭১৯,৪৭১ জন

❏ সাক্ষরতার হার সামগ্রিক ৭৬.২৬ শতাংশ, পুরুষ ৮১.৬৯ শতাংশ, মহিলা ৭০.৫৪ শতাংশ

❏ সাক্ষরতার হারের বিচারে জেলাগুলির মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর-৮৭.৬৭ শতাংশ, দ্বিতীয় কলকাতা-৮৭.১৪ শতাংশ এবং সবশেষে উত্তর দিনাজপুর-৬০.১৩ শতাংশ

❏ রাজ্যে ১০০০ পুরুষ প্রতি নারীর সংখ্যা ৯৪৭ জন

❏ ০-৬ বছরের শিশুদের প্রতি ১০০০ ছেলের অনুপাতে মেয়ের সংখ্যা ৯৫০ জন

❏ রাজ্যে শিশু-জন্মহার (০-৬): ১১.০৭ শতাংশ (মোট জনসংখ্যার অনুপাতে)

❏ আয়তনে বৃহত্তম : দক্ষিন ২৪ পরগনা (৯৬৬০ বর্গ কিমি)

❏ আয়তনে ক্ষুদ্রতম : কলকাতা (১৮৫ বর্গ কিমি)

❏ প্রাথমিক বিদ্যালয় : ৫১,০১৬টি

❏ মাধ্যমিক বিদ্যালয় : ১০,২৩৮টি

❏ উচ্চমাধ্যমিক বিদ্যালয় : ১,২৭০টি

❏ মহাবিদ্যালয় : ৫২৩টি

❏ বিশ্ববিদ্যালয় : ২৬টি (প্রায়)

❏ সবথেকে বেশী বৃষ্টিপাত : জলপাইগুড়ি জেলার বক্সা ডুয়ার্সে (৫০০ সেমি)

❏ সবচেয়ে কম লিঙ্গানুপাত : কলকাতা

❏ সবচেয়ে বেশী লিঙ্গানুপাত : দার্জিলিং

আদমশুমারির সম্পূর্ণ তথ্য পিডিএফে আছে

File Details::
File Name:আদমশুমারী ২০১১
File Format: PDF
No. of Pages:1
File Size:294 KB

Click Here to Download

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. Sir please give me railway all questions paper 2019 pdf

    ReplyDelete

Dont Leave Any Spam Link