ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা PDF
![]() |
ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর |
আজ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটিতে উল্লেখযোগ্য আন্তর্জাতিক বিমানবন্দর গুলির তালিকা দেওয়া হয়েছে। বিভিন্ন চাকরীর পরীক্ষাতে এই অংশ থেকে প্রশ্ন আসে। যেমন:- ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন রাজ্যে অবস্থিত? ইত্যাদি।
ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর
আন্তর্জাতিক বিমানবন্দর | অবস্থান |
---|---|
নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | কলকাতা, পশ্চিমবঙ্গ |
রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | হায়দ্রাবাদ,তেলেঙ্গানা |
শ্রী গুরু রাম দাস জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | অমৃতসর, পাঞ্জাব |
লোকপ্রিয় গোপীনাথ বরদলই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | গুয়াহাটি, আসাম |
বিজু পটনায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | ভুবনেশ্বর, উড়িষ্যা |
গয়া এয়ারপোর্ট | গয়া, বিহার |
ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | নিউ দিল্লি |
বীর সাভারকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | পোর্ট ব্লেয়ার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ |
সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | আহমেদাবাদ, গুজরাট |
কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | বেঙ্গালুরু, কর্নাটক |
ম্যাঙ্গালোর এয়ারপোর্ট | ম্যাঙ্গালোর, কর্নাটক |
কোচিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | কোচি, কেরালা |
কালিকট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | কোঝিকোড়, কেরালা |
তিরুবনন্তপুরম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | তিরুবনন্তপুরম, কেরালা |
রাজা ভোজ এয়ারপোর্ট | ভোপাল, মধ্য প্রদেশ |
দেবী অহিল্যবাই হোলকার এয়ারপোর্ট | ইন্দোর, মধ্য প্রদেশ |
ছত্রপতি শিবাজী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | মুম্বাই, মহারাষ্ট্র |
ড. বাবাসাহেব আম্বেদকর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | নাগপুর, মহারাষ্ট্র |
পুনে এয়ারপোর্ট | পুনে, মহারাষ্ট্র |
জারুকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | শিলং, মেঘালয় |
জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | জয়পুর, রাজস্থান |
চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | চেন্নাই, তামিলনাড়ু |
সিভিল এরোড্রোম | কোয়েম্বাটুর, তামিলনাড়ু |
তিরুচিরাপল্লী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | তিরুচিরাপল্লী, তামিলনাড়ু |
চৌধুরী চরণ সিং এয়ারপোর্ট | লক্ষ্ণৌ, উত্তর প্রদেশ |
লাল বাহাদুর শাস্ত্রী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | বারানসী, উত্তর প্রদেশ |
ডাবোলিম এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট | গোয়া |
বিরসা মুন্ডা এয়ারপোর্ট | রাঁচি, ঝাড়খন্ড |
তুলিহাল এয়ারপোর্ট | ইম্ফল, মনিপুর |
আন্তর্জাতিক বিমান বন্দরের তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name:ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর
File Format: PDF
No. of Pages:2
File Size:340 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link