Breaking







Wednesday, February 5, 2020

Bengali Online Mocktest : General Knowledge Part-13

Bengali Online Mocktest : General Knowledge Part-13 

Bengali Online Mocktest  General Knowledge Part-13
Bengali Online Mocktest 
আগত পরীক্ষার জন্য Bengali Online Mocktest : General Knowledge Part-13 টিতে অংশ নিন | কারণ এটি WBCS, NTPC, Group D, ICDS, WBP Main পরীক্ষার জন্য জেনারেল স্টাডিজ বা সাধারণ জ্ঞানের মূল্যায়নে বিশেষ সাহায্য করবে |

Bengali Online Mocktest : General Knowledge Part-13


  1. তেহরি বাঁধ ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত?

  2. গুজরাট
    উত্তরাখণ্ড
    ছত্তিসগড়
    হিমাচল প্রদেশ

  3. 'মাতৃভাষায় সংবাদপত্র আইন' কোন সালে জারি করা হয়?

  4. ১৮৭০
    ১৮৭৫
    ১৮৭৮
    ১৮৮০

  5. ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশী রাষ্ট্রপতি শাসনের আওতায় এসেছে?

  6. পাঞ্জাব
    কেরালা
    কর্নাটক
    উত্তর প্রদেশ

  7. কবে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়?

  8. ৭ই এপ্রিল
    ৭ই জুন
    ১১ই জুলাই
    ১১ই আগস্ট

  9. 'ক্যান্টারবেরি টেলস'-এর লেখক কে?

  10. জন মিল্টন
    জিওফ্রে চসার
    হ্যারম্যান মেলভিল
    স্টিফেন স্পেন্সার

  11. ভারতের 'বাস্তুবিদ্যার জনক' কাকে বলা হয়?

  12. নন্দা দেবী
    অমৃতা দেবী
    রামদেও মিশ্রা
    সুন্দরলাল বহুগুনা

  13. CFC গ্যাসের বানিজ্যিক নাম হল-

  14. রেয়ন
    ফ্রেয়ন
    ক্লোরাইট
    ক্যালসাইট

  15. সৌর ব্যাটারীতে কোন মৌল ব্যবহার করা হয়?

  16. অ্যান্টিমনি
    প্ল্যাটিনাম
    সিলিকন
    আর্সেনিক

  17. মানবদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে নিচের কোনটি?

  18. ত্বক
    মস্তিষ্ক
    পিটুইটারি
    হাইপোথ্যালামাস

  19. রাহুল আওয়ারে কোন খেলার সঙ্গে যুক্ত?

  20. কুস্তি
    শুটিং
    সাঁতার
    বক্সিং



✪ স্কোর দেখার পর নিচের বাটনে ক্লিক করে উত্তরপত্র দেখুন


3 comments:

Dont Leave Any Spam Link