PSC Clerkship Practice Set Part-11 in Bengali PDF
![]() |
PSC Clerkship Practice Set |
আগত পিএসসি ক্লার্কশীপ পরীক্ষার জন্য PSC Clerkship Practice Set Part-11 in Bengali PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করছি বিনামূল্যে | এটিতে Syllabus অনুযায়ী ৪০টি জেনারেল স্টাডিজ, ৩০টি ইংরেজি এবং ৩০টি পাটি গণিত থেকে বাছাই করা প্রশ্ন দেওয়া হয়েছে , পরীক্ষার প্রস্তুতির জন্য বিশেষ সাহায্য করবে | তাই নিজেকে আরো একবার যাচাই করতে Clerkship Bengali Practice Set PDFটি ডাউনলোড করে নিন এবং বাড়িতেই প্র্যাকটিস করতে থাকুন |
Clerkship Practice Set নমুনা প্রশ্ন::
১. প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কোনটি?[a] ইন্ডিয়ান রিভিউ
[b] ফ্রি স্পেস অফ ইন্ডিয়া
[c] হিন্দু রিভিউ
[d] অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া
২. বিখ্যাত ছবি "ভারত মাতা" কে এঁকে ছিলেন?
[a] গগনেন্দ্রনাথ ঠাকুর
[b] অবনীন্দ্রনাথ ঠাকুর
[c] নন্দলাল বসু
[d] যামিনী রায়
৩. নন্দাদেবী জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত?
[a] উত্তরাখণ্ড
[b] মধ্যপ্রদেশ
[c] অসম
[d] উত্তর প্রদেশ
৪. ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
[a] টি. এন. শেষণ
[b] স্বামীনাথন
[c] সুকুমার সেন
[d] অসীম সামন্ত
৫. She__________TV when her husband came.
[a] watch
[b] was watching
[c] is watching
[d] watched
৬. My grand father will come here________ a week.
[a] with
[b] before
[c] at
[d] within
৭. এক ব্যক্তি বার্ষিক 4% সরল সুদে ব্যাঙ্ক থেকে কিছু টাকা ধার করেন। 4 বছর পর যদি মোট সুদ আসলের থেকে 336 টাকা কম হয়, তবে আসল কত?
[a] 400 টাকা
[b] 450 টাকা
[c] 500 টাকা
[d] 560 টাকা
৮. একটি পাত্রে দুধের পরিমাণ 16%, অন্য পাত্রে দুধের পরিমাণ 26%, প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয়টির 7 অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত?
[a] 21%
[b] 22%
[c] 21.83%
[d] 23.5%
৯. দুইটি সংখ্যার ল সা গু ও গ সা গু যথাক্রমে 840 ও 35 , সংখ্যাদুটির গুণফল—
[a] 29,400
[b] 30,400
[c] 17,500
[d] 58,800
সম্পূর্ণ ১০০ নম্বরের সেটটির জন্য পিডিএফটি সংগ্রহ করুন
File Details::
File Name: Clerkship Practice Set-11
File Format: PDF
No. of Pages:10
File Size:6.25 MB
Click Here to Download
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link