Breaking







Sunday, January 26, 2020

Khelo India Youth Games 2020 : At a Glance in Bengali PDF

Khelo India Youth Games 2020 : At a Glance in Bengali 

Khelo India Youth Games 2020 Bengali PDF
Khelo India Youth Games 2020
নমস্কার বন্ধুরা,
সম্প্রতি অনুষ্ঠিত হওয়া Khelo India Youth Games 2020 বা খেলো ইন্ডিয়া ইউথ গেমস ২০২০-এর সম্পর্কে আজ আলোচনা করা হলো | Bengali Current Affairs-এর অংশ হিসাবে আগত চাকরীর পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অধিক | সুতরাং নীচ থেকে Khelo India Youth Games 2020 সম্পর্কে একনজরে জেনে নিন |

Khelo India Youth Games 2020

❐ আয়োজনকারী শহর :: আসামের গুয়াহাটি

❐ সংস্করণ :: তৃতীয় 

❐ অংশগ্রহণকারী দলের সংখ্যা :: ৩৭টি

❐ মোট খেলার সংখ্যা :: ২০টি

❐ নতুন সংযোজিত খেলা : সাইক্লিং এবং লন বোলস

❐ মোটো :: ''খেলোগে কুদোগে বানোগে লাজাবাব''

❐ ম্যাসকট :: 'Vijay-The Tiger' এবং 'Jaya-The Black Buck'

❐ উদ্দেশ্য :: প্রতিভা অনুসন্ধান

❐ অনুষ্ঠান শুরু :: ১০ই জানুয়ারী ২০২০

❐ অনুষ্ঠান শেষ :: ২২শে জানুয়ারী ২০২০

❐ আনুষ্ঠানিক উদ্বোধন করেন :: আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল এবং কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজু

❐ মশাল প্রজ্বলক :: হিমা দাস 

❐ অনুষ্ঠানের স্থান :: ইন্দিরা গান্ধী এথলেটিক স্টেডিয়াম

❐ প্রথম স্থানাধিকারী :: মহারাষ্ট্র [৭৮টি সোনা + ৭৭টি রুপো +১০১টি ব্রোঞ্জ= ২৫৬টি মেডেল]

❐ দ্বিতীয় স্থানাধিকারী :: হরিয়ানা [৬৮টি সোনা + ৬০টি রুপো +৭২টি ব্রোঞ্জ= ২০০টি মেডেল]

❐ তৃতীয় স্থানাধিকারী :: দিল্লি [৩৯টি সোনা + ৩৬টি রুপো +৪৭টি ব্রোঞ্জ= ১২২টি মেডেল]

প্রসঙ্গত তথ্য::
❏ এই গেমসের পুরানো নাম :: খেলো ইন্ডিয়া স্কুল গেমস

❏ প্রথমবার আয়োজিত হয়েছিল :: নিউ দিল্লিতে ২০১৮ সালে

❏ দ্বিতীয়বার আয়োজিত হয়েছিল :: পুনে শহরে ২০১৯ সালে

❏ এই গেমসে বিজেতাদের আগত ৮ বছর বার্ষিক ৫ লক্ষ টাকা করে বৃত্তি দেওয়া হয়

❏ প্রথম সংস্করণ ২০১৮ : বিজেতা দল : হরিয়ানা

❏ দ্বিতীয় সংস্করণ ২০১৯ : বিজেতা দল : মহারাষ্ট্র


File Details::
File Name:Khelo India Youth Games 2020
File Format: PDF
No. of Pages:1
File Size:322 KB

Click Here to Download

4 comments:

  1. স্বপ্ন একটি দিশার প্লাটফর্ম. আমি এগিয়েছি. আর আপনারা?
    দশের চেয়ে দু পা এগিয়ে.

    ReplyDelete
  2. এভাবে কেউ সাহায্য করবে ভাবিনি ।অনেক অনেক ধন্যবাদ আপনাকে❤😊😊

    ReplyDelete
  3. atyadhik helpful app......ashadharon...ei vabey amdr pashe thakun

    ReplyDelete

Dont Leave Any Spam Link