Breaking







Wednesday, December 18, 2019

Indian Geography Bengali MCQ Part-5 PDF | ভারতের ভূগোল প্রশ্ন উত্তর

Indian Geography Bengali MCQ Part-5 PDF | ভারতের ভূগোল প্রশ্ন উত্তর

Indian Geography Bengali MCQ Part-5 PDF
Indian Geography Bengali MCQ
সুপ্রিয় বন্ধুগণ
WBCS, SSC, SLSTসহ বিভিন্ন পরীক্ষার জন্য Indian Geography Bengali MCQ Part-5 PDF | ভারতের ভূগোল প্রশ্ন উত্তর পিডিএফটি ডাউনলোড করতে পারছেন এখান থেকে | তবে তারও আগে Show Answers বাটনে ক্লিক করে আপনারা উত্তর গুলি জানতে পারবেন | এখন প্রতিতা বিষয়ের মতই ভারতের ভূগোল থেকে বেশ ভালোরকম প্রশ্ন আসছে | সুতরাং Indian Geography Bengali MCQ-র এই পর্বটি ডাউনলোড করে নিজের সংগ্রহে রাখুন |

ভারতের ভূগোল প্রশ্ন-উত্তর

1. পশ্চিমবঙ্গের কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় ?
(a) মালদা
(b) জলপাইগুড়ি
(c) বীরভূম
(d) দক্ষিণ 24 পরগণা


2. বিন্ধ্য পর্বত থেকে নিম্নোক্ত কোন নদী উৎপত্তি লাভ করেছে ?
(a) মাহি
(b) মুসি
(c) নর্মদা
(d) তুঙ্গভদ্রা


3. ক্রান্তীয় আদ্র চিরহরিৎ বনভূমিতে কোন উদ্ভিদ দেখা যায় না?
(a) শাল
(b) মেহগনি
(c) রোজউড
(d) রবার


4. নর্মদা ও তাপ্তি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত?
(a) সাতপুরা
(b) আরাবল্লি
(c) বিন্ধ্য
(d) পূর্বঘাট


5. ভারতে কোন লেকের জল সবচেয়ে বেশি লবণাক্ত?
(a) সম্বর
(b) চিলিকা
(c) পুলিকট
(d) ভেম্বানাদ


6. নীলগিরি পাহাড় কোন পর্বত শ্রেণীর অংশ?
(a) পূর্বঘাট
(b) পশ্চিমঘাট
(c) সাতপুরা
(d) আরাবল্লি


7. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি?
(a) বাঁকুড়া
(b) বীরভূম
(c) পুরুলিয়া
(d) পশ্চিম মেদিনীপুর


8. কয়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত?
(a) আসাম
(b) গুজরাট
(c) উত্তরপ্রদেশ
(d) মহারাষ্ট্র


9. রোটাং পাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
(a) আসাম
(b) সিকিম
(c) উত্তরপ্রদেশ
(d) হিমাচল প্রদেশ


10. ছোটোনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি?
(a) পরেশ নাথ
(b) দলমা
(c) রাজমহল
(d) শুশুনিয়া


11. পাত্রাতু-জপেলা শিল্পাঞ্চল কোথায় অবস্থিত?
(a) হলদিয়া শিল্পাঞ্চল
(b) ছোটোনাগপুর শিল্পাঞ্চল
(c) হুগলি শিল্পাঞ্চল
(d) দাক্ষিণাত্য শিল্পাঞ্চল


12. দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত?
(a) গোয়া
(b) ঝাড়খন্ড
(c) মধ্যপ্রদেশ
(d) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ


13. সরদার সরোবর সেচ প্রকল্প অবস্থিত ভারতের কোন রাজ্যে ?
(a) গুজরাট
(b) রাজস্থান
(c) পাঞ্জাব
(d) হরিয়ানা


14. ফোনিক্স বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি অবস্থিত কোন স্থানে ?
(a) কোচিন
(b) এলাহাবাদ
(c) জব্বলপুর
(d) পোর্ট ব্লেয়ার


15. দাক্ষিণাত্যের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলের প্রধান পর্বত হল-
(a) সহ্যাদ্রি
(b) মহাকাল
(c) পরেশনাথ
(d) হিমাদ্রি


16. ‘অলিফিন কমপ্লেক্স’ কিসের জন্য বিখ্যাত?
(a) সার তৈরির কারখানা
(b) দুগ্ধ উৎপাদন শিল্প
(c) রাসায়নিক শিল্প
(d) পেট্রো কেমিক্যালস শিল্প


17. সিন্ধুনদের সিয়োক উপনদীটির উৎপত্তিস্থল কোন হিমবাহ থেকে?
(a) বালটোরা হিমবাহ
(b) জেমু হিমবাহ
(c) রিমো হিমবাহ
(d) মিলাম হিমবাহ


18. ‘বাদা’ বলা হয়-
(a) পশ্চিমবঙ্গের রাঢ় সমভূমির অঞ্চলকে
(b) পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলবর্তী বালুকাময় তটভূমিকে
(c) সুন্দরবনের কর্দমাক্ত নীচু জলাভূমি ও বনভূমিকে
(d) দার্জিলিং – হিমালয় পার্বত্য অঞ্চলের স্থানীয় নাম


19. শ্বেত বা মার্বেল পাথর পশ্চিমবঙ্গের কোন জেলায় পাওয়া যায় ?
(a) মেদিনীপুর
(b) পুরুলিয়া
(c) কোচবিহার
(d) জলপাইগুড়ি


20. পশ্চিমবঙ্গের কোন জেলায় ব্যাপক পরিমাণে শ্লেট, কোয়ার্টজাইট ও নাইস শিলা দেখা যায়?
(a) কোচবিহার
(b) দার্জিলিং
(c) বর্ধমান
(d) জলপাইগুড়ি


21. চলমান বরফের স্তুপকে কি বলে?
(a) হিমবাহ
(b) হিমরেখা
(c) হিমশৈল
(d) হিমানী সম্প্রপাত


22. নীলগিরি কি ধরণের পর্বত?
(a) আগ্নেয় পর্বত
(b) ভঙ্গিল পর্বত
(c) ক্ষয়জাত পর্বত
(d) স্তুপ পর্বত


23. 2000 মিটারের নিচু শিলাস্তুপকে কি বলে?
(a) মালভূমি
(b) পাহাড়
(c) টিলা
(d) টেবল ল্যান্ড


24. বায়ুমন্ডলের বিবিধ স্তরের মধ্যে কোন স্তরের ঘনত্ব সর্বাপেক্ষা বেশি?
(a) ট্রপোস্ফিয়ার
(b) স্ট্র্যাটোস্ফিয়ার
(c) থার্মোস্ফিয়ার
(d) আয়নো স্ফিয়ার


25. বুন্দেল খন্ড ও বাঘেল খন্ড কি ধরণের মালভূমি?
(a) পর্বতবেষ্টিত মালভূমি
(b) লাভা গঠিত মালভূমি
(c) ক্ষয়ীভূত ব্যবচ্ছিন্ন মালভূমি
(d) কোনোটিও নয়



File Details::
File Name:Geography MCQ Part-5
File Format: PDF
No. of Pages:3
File Size:1.83 MB

Click Here to Download

2 comments:

  1. Sir, ICDS supervisor main er notes book Kichu ache ki Apnadr.

    ReplyDelete
  2. আমি একজন দরিদ্র দিনমজুর পরিবারের সন্তান। আমি পশ্চিম বঙ্গ cooperative service exam এর guidance চাইছি । syllabus and subject wise notes with pdf provide khub upakrita habo.Thanking you sir

    ReplyDelete

Dont Leave Any Spam Link