Breaking







Saturday, April 29, 2023

ভারতের বিভিন্ন শিল্প কেন্দ্র তালিকা PDF || ভারতের শিল্প শহর

ভারতের বিভিন্ন শিল্প কেন্দ্রের নামের তালিকা PDF

ভারতের বিভিন্ন শিল্পকেন্দ্রের নামের তালিকা PDF
ভারতের বিভিন্ন শিল্পকেন্দ্রের নাম
Dear Friends,
আজ বিভিন্ন শিল্পকেন্দ্রের নামের তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে কোথায় কোন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে সেই তালিকা দেওয়া হয়েছে বাংলায়। অর্থনৈতিক ভূগোলের অংশ হিসাবে চাকরীর পরীক্ষাতে এই অংশ থেকে প্রশ্ন আসে। যেমন- ভারতের প্রধান লৌহ-ইস্পাত কেন্দ্র কোনটি? বোকারো কোন শিল্পের জন্য বিখ্যাত? ইত্যাদি। 

ভারতের বিভিন্ন শিল্প কেন্দ্র

শিল্প সমূহশিল্প কেন্দ্রের নাম
লৌহ ও ইস্পাত                    ঝাড়খন্ড-জামশেদপুর, বোকারো
কর্নাটক-ভদ্রাবতি
উড়িষ্যা- রাউরকেল্লা
পশ্চিমবঙ্গ- দুর্গাপুর
অন্ধ্রপ্রদেশ-বিশাখাপত্তনম
ছত্তিসগড়- ভিলাই
রেল ইঞ্জিন নির্মাণচিত্তরঞ্জন, জামশেদপুর, বারানসী
অটোমোবাইলজামশেদপুর, কলকাতা, মাদ্রাজ, মুম্বাই
বিমান নির্মাণবেঙ্গালুরু, নাসিক, কানপুর, হায়দ্রাবাদ
জাহাজ নির্মাণবিশাখাপত্তনম, কোচিন
বাই-সাইকেল নির্মাণচেন্নাই, আসানসোল, ফরিদাবাদ, গুয়াহাটি, কানপুর
ভারী ইঞ্জিনিয়ারিংরাঁচি
সারসিন্ধ্রি, বোকারো, নাঙ্গাল, ট্রম্বে, রাউরকেল্লা, বিশাখাপত্তনম
রসায়নকলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, কানপুর, বেঙ্গালুরু
সিমেন্টডালমিয়ানগর, জাপলা, সিন্ধ্রি, সত্নী, জব্বলপুর, ওখা, দ্বারকা,
বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া
অ্যালুমিনিয়ামমুরি,বেলুড়, যে.কে নগর, রেনুকুট, সালেম
কাগজটিটাগড়, নৈহাটি,কলকাতা, ত্রিবেণী, ডালমিয়ানগর, চৌধাওয়াড়,
ভোপাল, নেপানগর, শিলচর, পুনে
রেশমপশ্চিমবঙ্গ, আসাম, বিহার, কাশ্মীর, কর্নাটক
পশমকানপুর, লুধিয়ানা, মুম্বাই, কাশ্মীর
চামড়াতামিলনাড়ু, দিল্লি, আগ্রা, কানপুর,কলকাতা, মুম্বাই
চিনিউত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব,হরিয়ানা, মধ্যপ্রদেশ
পেট্রোলিয়াম শোধনডিগবয়, নোনামাটি, বঙ্গাইগাঁও, বারাউনি, হলদিয়া, বিশাখাপত্তনম
কার্পাস-বয়নহাওড়া, শ্রীরামপুর, পোরবন্দর, রাজকোট, সুরাট,
হায়দ্রাবাদ, আহমেদাবাদ
পেট্রোলিয়াম শোধনডিগবয়, নুনমাটি, বঙ্গাইগাঁও, বারাউনি, হলদিয়া, বিশাখাপত্তনম

শিল্প শহরের তালিকাটি পিডিএফে রয়েছে

File Details::
File Name:ভারতের শিল্পকেন্দ্র
File Format: PDF
No. of Pages:1
File Size:467 KB

Click Here to Download

1 comment:

Dont Leave Any Spam Link