Breaking







Sunday, August 18, 2019

Railway Group D Practice Set Part-6 Bengali PDF || রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট পর্ব-৬

Railway Group D Practice Set Part-6 Bengali PDF || রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট পর্ব-৬:

Railway Group D Practice Set Part-6 Bengali PDF Download || রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট পর্ব-৬
Railway Group D Practice Set Part-6 Bengali PDF
 নমস্কার বন্ধুরা,
আগত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য Railway Group D Practice Set Part-6 Bengali PDFটি আপনাদের প্র্যাকটিস করার জন্য দেওয়া হচ্ছে | যেটি সম্পূর্ণ সিলেবাস অনুসারে এবং বাংলা ভাষায় | এটিতে মোট ১০০টি প্রশ্ন এবং সঙ্গে উত্তরপত্রও প্রদান করা হলো; যারফলে নিজেকে সহজেই যাচাই করে নেওয়ার সুযোগ থাকছে | এর পূর্বেও আমরা Railway  Group D Practice Set দিয়েছি, সেগুলোও ডাউনলোড করতে পারেন| এই পোষ্টের নিচে তার লিংক দেওয়া হলো |

        কোনরূপ অযথা সময় না করে Railway Group D Practice Set Part-6 Bengali PDFটি ডাউনলোড করে নিন এবং বাড়িতে প্র্যাকটিস করতে থাকুন |

কিছু নমুনা প্রশ্ন::

❖ 'ওভাল উইন্ডো' কোন অঙ্গে পাওয়া যায়?
(a) কান
(b) নাক
(c) হৃদপিন্ড
(d) চোখ

❖ কীসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্তজমাট বাঁধে না ?
(a) হিমোগ্লোবিন
(b) থার্মোপ্রাস্টিন
(c) হেপারিন
(d) ফাইব্রিন

❖ ঢেকি কোন শ্রেনীর লিভার?
(a) দ্বিতীয়
(b) তৃতীয়
(c) প্রথম
(d) কোনটিই নয়

❖ ১০ বছরে কোনো টাকার সরল সুদ হয় ৬০০ টাকা | যদি টাকাটি ৫ বছর পর ৩ গুন হয়, তবে ১০ বছর বাদে সরল সুদ কত হবে?
(a) ৬০০ টাকা
(b) ১০৫০ টাকা
(c) ১৪০০ টাকা
(d) ১২০০ টাকা

❖ ৪০ থেকে ২০০-এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কত গুলি?
(a) ২৭টি
(b) ২১টি
(c) ৩১টি
(d) ২৩টি

❖ বেমানানটি নির্বাচন করুন:-
(a) দোকান
(b) পেনসিল
(c) ক্যানভাস
(d) রঙ

❖ AZ, CX, EV, ?
(a) GS
(b) HR
(c) BT
(d) GT


File Details:
File Name: Railway Group D Practice Set-6 in Bengali
File Format: PDF
No. of Pages: 8
File Size: 5.87 MB

Click Here to Download

1 comment:

Dont Leave Any Spam Link