জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা PDF
আজ জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে সাল, অধিবেশন স্থান এবং সেই অধিবেশনের সভাপতির নাম তালিকাভুক্ত করা হয়েছে। আপনারা সবাই জানেন বিভিন্ন চাকরির পরীক্ষায় ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে প্রশ্ন এসেই থাকে। যেমন:- জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ইত্যাদি।
জাতীয় কংগ্রেসের অধিবেশন
সাল | অধিবেশন স্থল | সভাপতি |
---|---|---|
১৮৮৫/১৮৯২ | বম্বে/এলাহাবাদ | উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় |
১৮৮৬ | কলকাতা | দাদাভাই নৌরজি |
১৮৮৭ | মাদ্রাজ | বদরুদ্দিন তৈয়াবজি |
১৮৮৮ | এলাহাবাদ | জর্জ ইয়ূল |
১৮৯০ | কলকাতা | ফিরোজশাহ মেহতা |
১৮৯৫ | পুনা | সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় |
১৯০৫ | বেনারস | গোপালকৃষ্ণ গোখলে |
১৯০৭/১৯০৮ | সুরাত/মাদ্রাজ | রাসবিহারী ঘোষ |
১৯১৬ | লক্ষ্ণৌ | এস. সি. মজুমদার |
১৯১৭ | কলকাতা | অ্যানি বেসান্ত |
১৯২০ | কলকাতা | লালা লাজপত রাই |
১৯২১/১৯২২ | আহমেদাবাদ/গয়া | চিত্তরঞ্জন দাশ |
১৯২৪ | বেলগাঁও | মহাত্মা গান্ধী |
১৯২৫ | কানপুর | সরোজিনী নাইডু |
১৯২৯/১৯৩৬/ ১৯৩৭ | লাহোর/লক্ষ্ণৌ/ ফৈজপুর | জওহরলাল নেহেরু |
১৯৩৮ | হরিপুরা | সুভাষচন্দ্র বসু |
১৯৩৯ | ত্রিপুরা | সুভাষচন্দ্র বসু |
১৯৩৪/১৯৩৫ | বম্বে | ডা: রাজেন্দ্র প্রসাদ |
১৯৪৭ | দিল্লি | জে. বি. কৃপালিনী |
১৯৪৮ | জয়পুর | পট্টভি সীতারামাইয়া |
সমস্ত অধিবেশনের তালিকাটি পিডিএফে আছে
File Details:
File Name:জাতীয় কংগ্রেসের অধিবেশন
File Format: PDF
No. of Pages: 2
File Size: 122KB
Click Here to Download
Dada descriptive gk notes din
ReplyDeleteSir 2ñd session toh kolkata te hoye6ilo 1886
ReplyDeleteSovapoti 6ilen Dadabhai naoraji