Breaking







Wednesday, May 29, 2024

জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা PDF || সাল, স্থান ও সভাপতি

জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা PDF

জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা PDF
কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশন
নমস্কার বন্ধুরা,
আজ জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা PDFটি শেয়ার করছি, যেটিতে সাল, অধিবেশন স্থান এবং সেই অধিবেশনের সভাপতির নাম তালিকাভুক্ত করা হয়েছে। আপনারা সবাই জানেন বিভিন্ন চাকরির পরীক্ষায় ভারতের স্বাধীনতা আন্দোলন থেকে প্রশ্ন এসেই থাকে। যেমন:- জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ইত্যাদি।

জাতীয় কংগ্রেসের অধিবেশন

সালঅধিবেশন স্থলসভাপতি
১৮৮৫/১৮৯২বম্বে/এলাহাবাদউমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৮৮৬কলকাতাদাদাভাই নৌরজি
১৮৮৭মাদ্রাজবদরুদ্দিন তৈয়াবজি
১৮৮৮এলাহাবাদজর্জ ইয়ূল
১৮৯০কলকাতাফিরোজশাহ মেহতা
১৮৯৫পুনাসুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১৯০৫বেনারসগোপালকৃষ্ণ গোখলে
১৯০৭/১৯০৮সুরাত/মাদ্রাজরাসবিহারী ঘোষ
১৯১৬লক্ষ্ণৌএস. সি. মজুমদার
১৯১৭কলকাতাঅ্যানি বেসান্ত
১৯২০কলকাতালালা লাজপত রাই
১৯২১/১৯২২আহমেদাবাদ/গয়াচিত্তরঞ্জন দাশ
১৯২৪বেলগাঁওমহাত্মা গান্ধী
১৯২৫কানপুরসরোজিনী নাইডু
১৯২৯/১৯৩৬/
১৯৩৭
লাহোর/লক্ষ্ণৌ/
ফৈজপুর
জওহরলাল নেহেরু
১৯৩৮হরিপুরাসুভাষচন্দ্র বসু
১৯৩৯ত্রিপুরাসুভাষচন্দ্র বসু
১৯৩৪/১৯৩৫বম্বেডা: রাজেন্দ্র প্রসাদ
১৯৪৭দিল্লিজে. বি. কৃপালিনী
১৯৪৮জয়পুরপট্টভি সীতারামাইয়া

সমস্ত অধিবেশনের তালিকাটি পিডিএফে আছে

File Details:
File Name:জাতীয় কংগ্রেসের অধিবেশন 
File Format: PDF
No. of Pages: 2
File Size: 122KB

Click Here to Download

2 comments:

  1. Sir 2ñd session toh kolkata te hoye6ilo 1886
    Sovapoti 6ilen Dadabhai naoraji

    ReplyDelete

Dont Leave Any Spam Link