Breaking







Thursday, July 4, 2019

300+ Bengali GK Questions Answers PDF Book-সাধারন জ্ঞান বই

300+ Bengali GK Questions Answers PDF Book-সাধারন জ্ঞান বই ঃ

300+ Bengali GK Questions Answers PDF Book-সাধারন জ্ঞান বই
Bengali GK Questions Answers PDF Book-সাধারন জ্ঞান বই 
সুপ্রিয় বন্ধুগন,
সমস্ত পরীক্ষার জন্য 300+ Bengali GK Questions Answers PDF Book-সাধারন জ্ঞান বইটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ,যেটি আগত ICDS,PSC,WBCS,NTPC,Railway Group,CHSL,CGL,WBP Constable সহ বিভিন্ন পরীক্ষায় বিশেশ সাহায্য করবে । কারন এতে একদম বাছাই করা Bengali Gk গুলি লিপিবদ্ধ করা হয়েছে । আশা করা যায় আমাদের দেওয়া Bengali GK PDF গুলি পড়তে থাকলে অনেকটাই সফলতার কাছাকাছি থাকবেন ।

          সুতরাং সময় অতিবাহিত না করে 300+ Bengali GK Questions Answers PDF Book-সাধারন জ্ঞান বইটি Download করে নিন এবং মন দিয়ে পড়তে থাকুন ।

কিছু নমুনা প্রশ্ন-উত্তরঃঃ

❏প্রাসাদ নগরী বলা হয়— কলকাতায়।

❏উত্তরের ভেনিস বলা হয়— স্টকহোম।

❏সেলসিয়াস স্কেলে থার্মোমিটারের নিম্ন ও ঊর্ধ্ব স্থিরাঙ্ক হল- 0°C এবং 100°C।

❏ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্ন ও উৰ্ব্ব স্থিরাঙ্ক হল—32°F এবং 212°F।

❏সেলসিয়াস স্কেল আবিষ্কার করেন যে সুইডিশ বিজ্ঞানী -আন্দ্রে সেলসিয়াস।

❏ফারেনহাইট স্কেল আবিষ্কার করেন যে ফরাসি বিজ্ঞানী- গ্যাব্রিয়েল ড্যানিয়েল।

❏মূত্রে শর্করা বেড়ে যাওয়ার ঘটনাকে বলে- গ্লাইকোসুরিয়া।

❏পরাগযোগ ও নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদন কে বলা হয় পার্থেনোকার্পি।

❏জলসমের CGS ও SI একক হল যথাক্রমে গ্রাম ও কিগ্রা।

❏সমতল দর্পণে কোন প্রতিবিম্ব গঠিত হয়- অসদ।

❏প্রকৃতিতে সৃষ্ট আভ্যন্তরীণ প্রতিফলনের একটি উদাহরণ হল মরীচিকা।

❏বইয়ের ছােট অক্ষর এবং ঘড়ির সূক্ষ্ম যন্ত্রপাতি দেখার জন্য যে কাচ ব্যবহৃত হয়- বিবর্ধক কাচ।

❏যে বিজ্ঞানী পরমাণুর মধ্যে নিউটনের উপস্থিতি প্রমাণ করেন চ্যাডউইক।

❏মূল সংবিধানে যুগ্ম তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা ছিল- 47টি (বর্তমানে 52 টি)।

❏প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল- 1951 খ্রিস্টাব্দে।

❏প্রতিহার বংশের প্রথম উল্লেখযোগ্য রাজা ছিলেন প্রথম নাগভট্ট।

❏প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন- মিহিরবাজ।

❏সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন- হেমন্ত সেন।

❏বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন অতীশ দীপঙ্কর।

❏চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন- দ্বিতীয় পুলকেশী।

❏চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ কাকে দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ রাজা হিসাবে অভিহিত করেছিলেন দ্বিতীয় পুলকেশী।

❏রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দস্তি দুর্গ।

❏রাজেন্দ্র চোল যে উপাধি ধারণ করেছিলেন— গঙ্গাইকো ও উত্তম চোল। 

❏লক্ষ্মণ সেনের সভা পণ্ডিত ছিলেন- হলায়ুধ।

❏গুপ্তযুগের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির।



File Details:
File Name: 300+ Bengla GK
File Format: PDF
No. of Pages: 13
File Size: 2.34 MB

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link