Breaking







Friday, October 13, 2023

আইসিডিএস প্র্যাকটিস সেট PDF | অঙ্গনওয়াড়ি

আইসিডিএস প্র্যাকটিস সেট PDF

WBPSC ICDS Supervisor Exam Practice Set Part-2 Bengali PDF Book-অঙ্গনওয়ারী সুপারভাইজার প্র্যাকটিস সেট
ICDS Supervisor Exam Practice Set Part-2 Bengali PDF

Hello Friends,
আগত আইসিডিএস প্র্যাকটিস সেট PDFটি আপনাদের বিনামূল্যে প্রদান করছি, যেটিতে ICDS Syllabus অনুসারে সাধারণ জ্ঞান, গণিত ও রিজনিং থেকে মোট ১০০টি MCQ প্রশ্ন ও সঙ্গে উত্তরপত্রও দেওয়া আছে। এই Practice Setটি অনুশীলন করলে অঙ্গনওয়ারী সুপারভাইজার পরীক্ষায় ভালো রকম ফল করা যাবে বলে আমরা মনে করি।



আইসিডিএস প্র্যাকটিস সেট

কিছু নমুনা::
❒কোন প্রাণীতে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়?
a) ইঁদুর
b) আরশোলা
c) সাপ
d) কেঁচো

❒কোন মৌলটি DNA-র গঠনে ব্যবহৃত হয় না?
a) কার্বন
b) নাইট্রোজেন
c) সালফার
d) ফসফরাস

❒বিশ্ব এডস দিবস কবে পালন করা হয়?
a) ১২ই জানুয়ারী
b) ১লা এপ্রিল
c) ১লা মে
d) ১লা ডিসেম্বর

❒নিচের কোনটি আলাদা?
a) শার্ট
b) কোট
c) মোজা
d) জুতো

❒যদি FLOWER শব্দটিকে  EKNVDQ  দ্বারা প্রকাশ করা হয়  তাহলে APPLE-কে কী দ্বারা প্রকাশ করা হবে ?
a) ZOOED
b) ZOOKL
c) ZOOKE
d) ZOOKD

❒যদি GO=32 এবং SHE=49  হয় তাহলে SOME=?
a) 66
b) 62
c) 60
d) 56

❒একটি স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত ৮:৫ এবং মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৮৬ জন, যদি ২২ জন ছাত্রী স্কুলে ভর্তি হয় ,তাহলে ছেলে ও মেয়ের অনুপাত কী হবে?
a) ১২:৭
b) ১০:৭
c) ৮:৭
d) ৪:৩

❒রাধা তার আয়ের ৪০% খাবারের জন্য ,২০% বাড়ি ভাড়ার জন্য ,১০% বিনোদনের জন্য ও ১০% অন্যান্য খরচের জন্য ব্যয় করে | মাসের শেষে সে ১৫০০ টাকা সঞ্চয় করে | তার মাসিক আয় কত?
a) ৮,০০০ টাকা
b) ১৫,০০০ টাকা
c) ৬,০০০ টাকা 
d) ১০,০০০ টাকা 

সম্পূর্ণ সেটটি পিডিএফে রয়েছে

File Details:
File Name: ICDS Practice Set in Bengali part-2
File Format: PDF
No. of Pages: 11
File Size: 6.86 MB

2 comments:

Dont Leave Any Spam Link