Railway Group D Practice Set Part-4 in Bengali PDF-রেলওয়ে গ্রুপ ডি প্র্যাকটিস সেট
![]() |
Railway Group D Practice Set Part-4 in Bengali PDF |
আগত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য Railway Group D Practice Set Part-4 in Bengali PDFটি আপনাদের দিচ্ছি ,যেটাতে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাহার রয়েছে | এই Railway Group D Practice Set গুলি অনুশীলন করলে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় অনেকটাই কৃতকার্য হবেন এই আশা রাখি | বর্তমানে যেভাবে চাকরির পরীক্ষায় প্রতিযোগিতা বেড়েই চলেছে ,তার সঙ্গে পাল্লা দিয়ে চলতে গেলে সমস্ত বিষয়ে পারদর্শী হওয়া আবশ্যক ; Railway Group D-ও তার ব্যতিক্রম নয় |
তাই একদম নিচে দেওয়া লিংক থেকে Railway Group D Practice Set Part-4 in Bengali PDFটি ডাউনলোড করে নিন এবং পরীক্ষার জন্য প্রস্তুত হতে থাকুন |
কিছু নমুনা::
⊡GPS দিয়ে কি পরিমাপ করা হয়?[a] জলের গভীরতা
[b] সমুদ্রে খনিজ পদার্থের অবস্থান
[c] অক্ষাংশ ও দ্রাঘিমাংশ
[d] গোলকের পরিধি
⊡কোন প্রাণী গোষ্ঠী সমুদ্রের জলে পাওয়া যায় না?
[a] স্তন্যপায়ী
[b] উভচর
[c] সরীসৃপ
[d] পক্ষী
⊡নিচের কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক?
[a] আলফা
[b] বিটা
[c] গামা
[d] রঞ্জন
⊡Psychology:Human Being :: Ornithology: ?
[a] Birds
[b] Volcanos
[c] Insects
[d] Reptiles
⊡বেমানানটি খুঁজে বের করো?
[a] JKLM
[b] NOPQ
[c] RSTU
[d] VWXZ
⊡দুটি সংখ্যার অনুপাত ৩:৪ | সংখ্যা দুটির গসাগু ৪ হলে উহাদের লসাগু কত?
[a] ৪৬
[b] ৪৮
[c] ৫০
[d] ৫২
⊡কোনো দ্রব্য বিক্রি করে এক ব্যক্তি ১০% লাভ করেন | ওই দ্রব্য দ্বিগুন দামে বিক্রি করলে তার লাভের শতকরা হার কত হবে ?
[a] ২০%
[b] ১০০%
[c] ১২০%
[d] ১৪০%
File Details:
File Name: Railway Group D Practice Set-4
File Format: PDF
No. of Pages: 5
File Size: 3.53 MB
Click Here to Download
Answer plz
ReplyDeleteDearest sir, your website is most helpful. I will share to my friend every day. Please more upload rrb group d practice or mock set. Its very needed for us.
ReplyDelete