Breaking







Friday, May 24, 2019

Math Practice Set in Bengali Part-7 PDF-গণিত প্র্যাকটিস সেট

Math Practice Set in Bengali Part-7 PDF-গণিত প্র্যাকটিস সেট 

Math Practice Set in Bengali Part-7 PDF-গণিত প্র্যাকটিস সেট
Math Practice Set in Bengali Part-7 PDF
Hi Friends,
গণিত অনুশীলনের সুবিধার্থে আজ শেয়ার করছি Math Practice Set in Bengali Part-7 PDF-গণিত প্র্যাকটিস সেট,যেটিতে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক গুলি দেওয়া আছে | এগুলি প্র্যাকটিস করতে থাকলে গণিতে অনেকটাই দক্ষ হতে পারবেন আশা রাখি | তাছাড়া নিশ্চয়ই জানেন WBCS,CGL.MTS,PSC,WBP,SSCসহ যেকোনো পরীক্ষা Crack করতে গেলে Math-এ পারদর্শী হওয়া আবশ্যক|

          তাই Math Practice Set in Bengali Part-7 PDF-গণিত প্র্যাকটিস সেটটি ডাউনলোড করে নিন এবং পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন|

কিছু নমুনা::

⊠খাঁটি দুধের দাম ১৫.৫০ টাকা/লিটার | এরূপ ৫৬ লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে, মিশ্রিত দুধের দাম ১৪ টাকা/লিটার হবে?
[a] ৭ লিটার
[b] ৮ লিটার
[c] ১০ লিটার
[d] ৬ লিটার

⊠কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের ৮৫% ইংরাজিতে এবং ৮০% অঙ্কে পাশ করেছে| যদি ১০% উভয় বিষয়ে ফেল করে ,তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছে?
[a] ৭৫%
[b] ৭০%
[c] ৬৮%
[d] ৬৫%

⊠একই সরল সুদের হারে আসল ৪ বছরে সুদে-আসলে ১০৫৬ টাকা এবং ৭ বছরে সুদে-আসলে ১২৪৮ টাকা হয়| সুদের হার কত?
[a] ৪%
[b] ৮%
[c] ৬%
[d] ৭%

⊠স্থির জলে এক ব্যক্তি ১০ কিমি বেগে সাঁতার কাটতে পারে| কিন্তু স্রোতের প্রতিকূলে একই দুরত্ব অতিক্রম করতে তার সেই সময়ের ৫ গুন সময় লাগে | নদীর স্রোতের বেগ কত?
[a] ১০কিমি/ঘন্টা
[b] ৪কিমি/ঘন্টা
[c] ১২কিমি/ঘন্টা
[d] ৯কিমি/ঘন্টা


File Details:
File Name: Math Practice Set in Bengali
File Format: PDF
No. of Pages: 6
File Size: 3.08MB

4 comments:

Dont Leave Any Spam Link