Breaking







Wednesday, April 17, 2019

Math Practice Set Part-4 PDF in Bengali-গণিত প্র্যাকটিস সেট

Math Practice Set Part-4 PDF in Bengali-গণিত প্র্যাকটিস সেট 

Math Practice Set Part-4 PDF in Bengali for comptitive exam
Math Practice Set Part-4 PDF in Bengali

নমস্কার বন্ধুরা,
Math Practice Set Part-4 in Bengali PDFটি আপনাদের খুবই সাহায্য করবে Competitive Exam-এ |কারণ, যেকোনো চাকরির পরীক্ষায় বিশেষত WBCS,NTPC,SSC,PSC,ICDS Supervisor,CGL,CHSL,Bank,Police Exam-এ ভালো ফল করতে গণিত প্র্যাকটিস করা খুবই দরকারী | তাই আজ আমাদের প্রয়াস Math Practice Set in Bengali |

          সময় নষ্ট না করে, Math Practice Set Part-4 in Bengali PDFটি ডাউনলোড করে নিন পড়াশোনার গতি একটুখানি বাড়িয়ে নিন |

নমুনা প্রশ্ন:

1.কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৪৫ দিয়ে গুন করলে গুনফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ১৫
2.দুটি সংখ্যার গসাগু ২০ এবং তাদের অনুপাত ৩:৪ ,তাদের যোগফল কত?
  1. ৩২০
  2. ২৮০
  3. ১৮০
  4. ১৪০
3.দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরির অনুপাত ৪:৭ এবং সাপ্তাহিক মজুরির পার্থক্য ৩৬৩ টাকা | দুজনের মোট সাপ্তাহিক মজুরি-
  1. ১৪৩১ টাকা 
  2. ৩১৩১ টাকা 
  3. ১৩৩১ টাকা 
  4. ৩১১৩ টাকা 
4.জলকে বরফে পরিনত করলে ১০% আয়তন বাড়ে|বরফ গলে জলে পরিনত হলে কত শতাংশ আয়তন কমে?
  1. ৯ ১/১১%
  2. ১০%
  3. ১১%
  4. ৯ ১০/১১%
5.গমের মূল্য ১২% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি ২ কিলোগ্রাম গম কম পান ৫৬ টাকায় |তবে প্রতি কিলোগ্রাম গমের প্রকৃত মূল্য কত?
  1. ২ টাকা 
  2. ২.৫ টাকা 
  3. ৩.৫ টাকা 
  4. ৩ টাকা 
6.একজন ব্যক্তি ৬০০ টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমান লাভ ,৪০০ টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণ ক্ষতি হয়| তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ৫০০ টাকা 
  2. ৪৫০ টাকা 
  3. ৫৫০ টাকা 
  4. ৫২৫ টাকা 
7.A ও B একত্রে একটি কাজ ১৫ দিনে করতে পারে | যদি B একা ওই কাজটি ২০ দিনে শেষ করে,তবে A একা ওই কাজটি কতদিনে করবে ?
  1. ৩০ দিনে 
  2. ৪০ দিনে 
  3. ৪৫ দিনে 
  4. ৬০ দিনে 
8.যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার ৩/৫ অংশ পূর্ণ করতে ২১ মিনিট সময় লাগে ,তবে ১৫ মিনিটে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে?
  1. ৩/৭ অংশ
  2. ২/৭ অংশ 
  3. ৫/৭ অংশ 
  4. ৭/৩ অংশ 
9.৪০ লিটার দুধ ও জলের মিশ্রণে ১০% জল আছে|ওই মিশ্রণে আরো কত লিটার জল মিশ্রিত করলে জলের পরিমান ২৮% হবে?
  1. ১০ লিটার 
  2. ১৪ লিটার 
  3. ৮ লিটার 
  4. ১২ লিটার 
10.১ থেকে ৪৪ পর্যন্ত পরপর বিজোড় সংখ্যা গুলির বর্গের গড় কত?
  1. ৬৪৫
  2. ৭০২
  3. ৮০২
  4. ৫০২


File Details:
File Name: Math Practice Set-4
File Format: PDF
File Size: 3.57 MB


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link