Breaking







Friday, April 26, 2019

Health and Nutrition MCQ Part-1 in Bengali PDF for WBPSC ICDS Supervisor Exam

Health and Nutrition MCQ Part-1 in Bengali PDF for WBPSC ICDS Supervisor Exam:

Health and Nutrition MCQ Part-1 in Bengali PDF for WBPSC ICDS Supervisor Exam
Health and Nutrition MCQ- WBPSC ICDS Supervisor Exam
নমস্কার বন্ধুরা,
রাজ্য সরকারের ICDS Supervisor Exam-এর জন্য আজ শেয়ার করছি Health and Nutrition MCQ Part-1 in Bengali PDF,কারণ এই পরিক্ষায় স্বাস্থ্য ও পুষ্টি বিজ্ঞান থেকে আসা প্রশ্ন গুলির সঠিক উত্তর করতে সাহায্য করবে এই পিডিএফ |

          তাই দেরী না করে Health and Nutrition MCQ Part-1 in Bengali PDF for WBPSC ICDS Supervisor Exam ডাউনলোড করে নিন এবং প্রস্তুতির ধারা বজায় রাখুন |

প্রশ্ন-উত্তর সমূহ::

১. কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়?
[A]ভিটামিন A
[B]ভিটামিন B✔
[C]ভিটামিন D
[D]ভিটামিন E

২.'মায়োপিয়া শরীরের কোন অঙ্গের রোগ?
[A]হাড়
[B]যকৃত
[C]চোখ✔
[D]দাঁত

৩.‘টিউবারকুলোসিস' (TB) শরীরের কোন্ অঙ্গের রোগ?
[A]যকৃৎ
[B]প্লীহা
[C]পাকস্থলী
[D]ফুসফুস✔

৪. মহিলাদের বন্ধ্যাত্বের কারণ কোন ভিটামিনের অভাব?
[A]ভিটামিন E ✔
[B]ভিটামিন D
[C]ভিটামিন C
[D]ভিটামিন B12

৫. কোন রোগের ক্ষেত্রে ইনসুলিন' প্রয়োগ করা হয়
[A]ডায়বেটিস ✔
[B]বেরিবেরি
[C]কলেরা
[D]টিউবারকুলোসিস

৬. রক্তের লোহিত কণিকার স্বল্পতার জন্য কোন রোগ হয়?
[A]মধুমেহ
[B]রক্তাল্পতা✔
[C]ক্ষুধামান্দ্য
[D]দৃষ্টিশক্তির স্বল্পতা

৭.'রিউমাটিজম' রোগীদের নিম্নলিখিত কোনটি খেতে বারণ করা হয়?
[A]প্রোটিন
[B]স্নেহজাতীয় পদার্থ✔
[C]ভিটামিন
[D]কার্বোহাইড্রেট

৮.ক্যাটারাক্ট শরীরের কোন প্রত্যঙ্গের রোগ?
[A]যকৃৎ
[B]নাক
[C]চোখ✔
[D]পিত্ত

৯.কমলালেবু এবং অন্যান্য লেবুতে কোন্ ভিটামিন পাওয়া যায়?
[A]ভিটামিন B12
[B]ভিটামিন D
[C]ভিটামিন E
[D]ভিটামিন  C✔

১০. শরীরের কোন্ অঙ্গ অক্সিজেন আত্তীকরণ করে
[A]প্লীহা
[B]হৃদপিণ্ড
[C]ফুসফুস ✔
[D]কোনটিই নয়

১১.ভিটামিন-B মূলত কোথায় পাওয়া যায়?
[A]তরকারীর খোসায় ✔
[B]মাংসে
[C]ডিম-এ
[D]মাছ এ

১২. কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়?
[A]ভিটামিন K
[B]ভিটামিন-A
[C]ভিটামিন-D ✔
[D]ভিটামিন-B12

১৩. ‘রিকেট রোগের প্রভাব কোথায় পড়ে
[A]চোখে
[B]হাড় এ✔
[C]দাঁত-এ
[D]মস্তিষ্কে

১৪.'স্কার্ভি রোগের কারণ কোন্ ভিটামিনের অভাব?
[A]ভিটামিন-A
[B]ভিটামিন-B.
[C]ভিটামিন-E
[D]ভিটামিন-C

১৫.স্কার্ভি রোগের লক্ষণ কী?
[A]ঘুম না হওয়া
[B]মাড়ি থেকে রক্ত পড়া✔
[C]হাড় ক্ষয়ে যাওয়া
[D]রাতকানা

১৬.রাতকানা রোগের কারণ কোন ভিটামিনের অভাব?
[A]ভিটামিন-A✔
[B]ভিটামিন-K
[C]ভিটামিন-D
[D]ভিটামিন-C

১৭.'মধুমেহ বা ডায়াবেটিস রোগটি মানব শরীরের কোন প্রত্যঙ্গে প্রভাব বিস্তার করে?
[A]থাইরয়েড
[B]প্যাংক্রিয়াস✔
[C]মস্তিষ্ক
[D]হৃদপিণ্ড।

১৮.'ডিপথেরিয়া রোগের প্রভাব শরীরের কোন অংশে পড়ে?
[A]মস্তিস্ক
[B]স্নায়ুতন্ত্র
[C]শ্বাসনালী ✔
[D]পাকস্থলী

১৯."গলগণ্ড রোগের প্রভাব শরীরের কোন্ অংশে
প্রভাব বিস্তার করে?
[A]চোখ
[B]দাঁত
[C]স্নায়ুতন্ত্র
[D]থাইরয়েড গ্রন্থি✔

২০.মেনেনজাইটিস' রোগটি শরীরের কোন্ অংশকে
ক্ষতিগ্রস্ত করে
[A]সুষুম্নাকাণ্ড এবং মস্তিষ্ক✔
[B]হৃদপিণ্ড
[C]ফুসফুস
[D]প্লীহা

২১.নিউমোনিয়া শরীরের কোন অংশকে প্রভাবিত করে
[A]দাঁত
[B]গলা
[C]ফুসফুস ✔
[D]চোখ

২২.পায়রিয়া মানব শরীরের কোন্ অংশের রোগ?
[A]শ্বাসনালী
[B]মাড়ি✔
[C]যকৃত
[D]মজ্জা

২৩.রিউমাটিজম বা গিট বাত শরীরের কোন অংশকে প্রভাবিত করে?
[A]যকৃৎ
[B]সুষুম্নাকান্ড
[C]হাড়-এর জোড়া ✔
[D]স্নায়ুতন্ত্র

২৪.ট্রাকোমা মানব শরীরের কোন অঙ্গের রোগ
[A]যকৃৎ
[B]ফুসফুস
[C]স্নায়ুতন্ত্র
[D]মাড়ি✔

২৫.নিম্নলিখিত কোনটি কৃমি ঘটিত রোগ
[A]হেপাটাইটিস
[B]অ্যামিবায়োসিস
[C]আসক্যারিয়েসিস✔
[D]জিয়ার্ডিয়াসিস

২৬.নিম্নলিখিত কোন গ্যাসটি লোহিত কণিকায় ভাঙ্গন ঘটায়-
[A]কার্বনমনোক্সাইড ✔
[B]ইথিলিন
[C]ওজোন
[D]অ্যামোনিয়া

২৭.নিম্নলিখিত কোন পদার্থটি  দন্তক্ষয় রোধে সাহায্য করে?
[A]ক্লোরিন
[B]ফ্লুওরাইড✔
[C]ফ্লুরিড
[D]ব্রোমাইড

২৮.যে প্রক্রিয়ায় প্রাণীর প্রয়োজনীয় উপাদান ও শক্তি
অর্জিত হয়ে প্রাণীদেহে সুষ্ঠু বিকাশ ঘটায় তাকে কী বলে?
[A]চলন
[B]বৃদ্ধি
[C]পুষ্টি✔
[D]কোনটাই নয়

২৯.নিম্নলিখিত কোন যন্ত্রটি রক্ত পরিশুদ্ধ করতে ব্যবহৃত হয়?
[A]ইউ.এস.জি মেশিন
[B]স্টেথোস্কোপ
[C]ডায়ালিসিস মেশিন✔
[D]ইসিজি মেশিন

৩০.মানব হৃদপিণ্ডের কোন অংশে অক্সিজেন সমৃদ্ধ রক্ত গৃহীত হয়?
[A]ডান অলিন্দ
[B]ডান নিলয়
[C]বাম 'অলিন্দ ✔
[D]বাম নিলয়

৩১.শরীরে রক্তের পরিমাণ হ্রাস পেলে কোথায় রক্তচাপ হ্রাস পায়?
[A]কলারসে
[B]গ্লোমেরুলাসে
[C]প্লাজমায়
[D]রক্ত জালিকায়✔

৩২.পৌষ্টিকতন্ত্রের কোন অংশ থেকে শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক ক্ষরিত হয় না?
[A]পাকস্থলী ✔
[B]মুখগহ্বর
[C]যকৃত
[D]অগ্ন্যাশয়

৩৩.ইন্টারফেরন' কী?
[A]নিউরোপ্রোটিন
[B]গ্লাইকোপ্রোটিন✔
[C]প্লাজমাপ্রোটিন
[D]লব্ধ প্রোটিন

৩৪.নিম্নলিখিত কোটি থেকে টায়ালিন ক্ষরিত হয়?
[A]পিত্তাশয়
[B]ক্ষুদ্রান্ত্র
[C]লালাগ্রন্থি ✔
[D]অগ্ন্যাশয়

৩৫.কোনটি অচল অস্থিসন্ধি?
[A]পিভট সন্ধি
[B]কজি সন্ধি
[C]সাইনোভিয়াল সন্ধি
[D]করোটির সন্ধি✔

৩৬.পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পাচিত খাদ্যবস্তু শোষিত হয়?
[A]যকৃৎ
[B]ক্ষুদ্রান্ত্র✔
[C]বৃহদন্ত্র
[D]অগ্ন্যাশয়

৩৭.মানব দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি
[A]অগ্ন্যাশয়
[B]পিত্তাশয়
[C]যকৃৎ
[D]প্লীহা✔

৩৮.মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি
[A]ফিমার ✔
[B]সেলিয়াস
[C]রেডিয়াম
[D]পঞ্জরাস্থি

৩৯.নিম্নলিখিত কোনটি শ্রবণ গ্রাহক কোষ?
[A]রড ও কোণ কোষ
[B]প্যারাইটাল
[C]কেশ কোষ ✔
[D]অক্সিনটিক

৪০.রক্তে শ্বেতকণিকার সংখ্যা কমে গেলে কী ঘটে?
[A]অ্যান্টিবডি বৃদ্ধি পায়
[B]অ্যান্টিবডি হ্রাস পায় ✔
[C]অ্যান্টিজেন বৃদ্ধি পায়
[D]অ্যান্টিজেন শেষ হয়ে যায়

File Details:
File Name: Health & Nutrition MCQ
File Format: PDF
File Size: 2.45 MB

Click Here to Download


2 comments:

Dont Leave Any Spam Link