Breaking







Monday, March 25, 2019

Railway Group D Practice Set-1 in Bengali PDF

Railway Group D Practice Set-1 in Bengali PDF

Railway Group D Practice Set-1 in Bengali PDF Download
Railway Group D Practice Set-1 in Bengali PDF
নমস্কার বন্ধুরা,
আজ আমরা শেয়ার করছি Railway Group D Practice Set-1 in Bengali PDF,কারণ আগত রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট সলভ করা খুবই আবশ্যক বলে আমরা মনে করি | এতে করে RRC Group D পরীক্ষার জন্য নিজেকে অনেকটা প্রস্তুত করা যায় |

           সুতরাং সময় নষ্ট না করে Railway Group D Practice Set-1 in Bengali PDFটি  Download করে নিন এবং প্রস্তুতির ধারা বজায় রাখুন |

নমুনা প্রশ্ন:

1.প্রথম ভারত-পাকিস্তান যুদ্ধ কত সালে ?
A) ১৯৪৫
B) ১৯৪৭
C) ১৯৪৯
D) ১৯৫০

2.উবের কাপ কোন খেলার সাথে যুক্ত ?
A) ক্রিকেট
B) ফুটবল
C) হকি
D) ব্যাডমিন্টন

3. কোনো সাংকেতিক ভাষায় DELHI শব্দটি 73541 ও CULCUTTA কে 782589662 লেখা হলে ওই ভাষায় CALICUT শব্দটি কি হবে?
[a] 5978213
[b] 2579431
[c] 8251896
[d] 8543691

4. যদি L= +, M= -, N= ×, P= ÷ হয়, তবে 14 N 10 L 42 P 2 M 8=?
[a] 153
[b] 216
[c] 248

5.HCL ক্ষরিত হয় মানবদেহের কোন অঙ্গে?
[a]পাকস্থলী
[b] অগ্নাশয়
[c]যকৃত
[d]প্লীহা

6.রেকটিফায়েড স্পিরিটের মূল উপাদান হলো-
[a]মিথাইল অ্যালকোহল
[b] ইথাইল অ্যালকোহল
[c]ইথানল
[d]ফর্ম্যালডিহাইড

7. ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ১৬ , ২৪ ও ৩৬ দিয়ে ভাগ করলে যথাক্রমে ৬ , ১৪ ও ২৬ ভাগশেষ থাকবে ?
[A]১৪৪
[B]১৩৪
[C]১৫৪
[D]১৬৪ 

8.কয়লার দাম ২৫% বেড়েছে , একটি পরিবারে কয়লার জন্য বরাদ্দ খরচ অপরিবর্তিত রাখতে কত শতাংশ খরচ কমাতে হবে ?
[A]১৩৩%
[B]২৯%
[C]২৫%
[D]২০%

File Details
File Name: RRC Group D Practice Set-1 in Bengali
File Format: PDF
File Size: 6.25 MB

4 comments:

  1. রেলওয়ে গ্রুপ ডি বিগত ১০ বছরের প্রশ্নপত্র বাংলায় PDF, আপনি ছাড়েন, ধোয়া করে,

    ReplyDelete

Dont Leave Any Spam Link