Breaking







Tuesday, February 5, 2019

General Knowledge in Bengali-Bengali GK PDF

General Knowledge in Bengali-Bengali GK PDF

General Knowledge in Bengali pdf for wbcs
Bengali GK PDF

নমস্কার বন্ধুরা,
আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি General Knowledge in Bengali PDF,যেটিতে ৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হল,যেটি আপনাকে বিভিন্ন Competitive Exam-এ বিশেষভাবে সাহায্য করবে |

                     সুতরাং দেরী না করে General Knowledge in Bengali পিডিএফটি ডাউনলোড করে নিন এবং পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন |



1.'ফুট' ও 'মাউথ' রোগ কোন প্রানীদের মধ্যে দেখা যায়?
উ: গবাদি পশু

2.'Planetary Orbits' সূত্রটি কে আবিস্কার করেছেন?
উ: নিকোলাস কোপার্নিকাস

3.'রাজীব গান্ধী গ্রামীন বৈদুতিকরন যোজনা' কত সালে চালু হয়?
উ: ২০০৫ সালে

4.লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন?
উ: গনেশ বাসুদেব মাভালঙ্কার

5.ডিনামাইট কে আবিস্কার করেন?
উ: আলফ্রেড নোবেল

6.নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন?
উ: মহাপদ্মনন্দ

7.কত সালে ভুপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল?
উ: ১৯৮৪ সালে

8.কোন দেশের রাজধানী শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত?
উ: ইরাক

9.বিশ্বের বৃহত্তম হীরের খনি কোন দেশে আছে?
উ: দক্ষিন আফ্রিকা

10.পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় কত জন সদস্য নির্বাচিত হন?
উ: ৪২ জন

11.সবচেয়ে বেশি তড়িত ঋণাত্বক মৌল কোনটি?
উ: ফ্লোরিন

12.স্কার্ভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়?
উ: ভিটামিন-সি

13.সম্বলপুর শহরের কাছে কোন বাঁধ দেখতে পাওয়া যায়?
উ: হীরাকুঁদ বাঁধ

14.ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সব চেয়ে কম ?
উ: অরুনাচল প্রদেশ

15.'মারুতি উদ্যোগ লিমিটেড' সংস্থাটি কোথায় গড়ে উঠেছে?
উ: গুরগাঁও

16.মালিক কাফুর কার সেনাপতি ছিলেন?
উ: আলাউদ্দিন খিলজি

17.এক হর্স পাওয়ার=কত ওয়াট?
উ: ৭৪৬ ওয়াট

18.মানুষের হাত কোন শ্রেনীর লিভার?
উ: তৃতীয়

19.চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উ: কাশ্মীরে

20. কেরালার ইডুক্কি জেলার বিখ্যাত শৈলশহরটির নাম কী?
উ: মুন্নার

21.এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত?
উ: ১ আংস্ট্রম

22.হীরের গুণমান বা বিশুদ্ধতা যাচাই করা হয় কোন রশ্মি ব্যবহার করে?
উ: এক্স রশ্মি

23.বৈদুতিক হিটারে কী তার ব্যবহার করা হয়?
উ: নাইক্রোম তার

24.গুজরাটের প্রধান বন্দরের নাম কী?
উ: কান্দালা

25.'নিশানের নাম তাপসী মালিক' বইটির লেখক কে?
উ: কবীর সুমন

26.'Mom Says no girl-friend' বইটি কে লিখেছেন?
উ: শুভাশীষ দাস

27.পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি কমলা লেবু উত্পন্ন হয়?
উ: তুরস্ক

28.সত্যভামা কার স্ত্রী?
উ: কৃষ্ণ

29.১৮৩৫ সালে সিকিমের রাজা কোন শৈলশহরটি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়েছিলেন?
উ: দার্জিলিং

30.বিবর্ধক কাচ কী ধরনের লেন্স?
উ: উত্তল লেন্স

31.দক্ষিন মেরুর অক্ষাংশ কত?
উ: ৯০ ডিগ্রি

32.আমির খসরু কার সভাকবি ছিলেন?
উ: আলাউদ্দিন খিলজি

33.সেন্ট জনস কোন দেশের রাজধানী?
উ: অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা

34.গুরুদোংমার হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
উ: সিকিম

35.ভারতের একমাত্র কোন অভয়ারণ্যে চশমা-বাঁদর দেখতে পাওয়া যায়?
উ: সিপাহীজলা অভয়ারণ্যে(ত্রিপুরা)

36.রাজরাজ মন্দির কোথায় অবস্থিত?
উ: তাঞ্জোর

37.অক্সিজেনের আবিস্কর্তা কে?
উ: প্রিস্টলি

38.কার্দামাম পাহাড়ের একদম দক্ষিনের গিরিপথটির নাম কী?
উ: শেঙ্কটা

39.দক্ষিন ভারতের দীর্ঘতম নদীর নাম কী?
উ: গোদাবরী

40.জম্মু থেকে শ্রীনগর যাওয়ার গিরিপথ কোনটি?
উ: বানিহাল গিরিপথ

File Details:
File Name: 40 GK
File Format: PDF
File Size: 526 KB

Click Here to Download

যদি এই Study Maerialটি আপনার ভালো লাগে তাহলে নিচের Whatsapp বাটনে ক্লিক করে বন্ধুর সঙ্গে শেয়ার করুন 

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link