Breaking







Saturday, January 5, 2019

Bengali Grammar MCQ-বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর

Bengali Grammar MCQ-বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর for Primary TET,SSC,BCS,CTET,WBCS,RRB Group D:

Bengali Grammar MCQ-বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর
Bengali Grammar MCQ
নমস্কার বন্ধুরা ,
বিভিন্ন Competitive Exam যেমন-Primary TET/CTET এবং অন্যান্য সমতুল্য পরীক্ষা যেগুলিতে বাংলা বিষয়টি আছে ,সেখানে বাংলা ব্যাকরণ থেকে অনেক প্রশ্ন আসে | তাই আপনাদের প্রস্তুতির জন্য আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Bengali Grammar MCQ-বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর | সমস্ত উত্তর গুলি নিচে দেওয়া আছে |



1. 'অ' স্বরটি কোন প্রকারের ?
[a] দীর্ঘস্বর
[b] হ্রস্বস্বর
[c] প্লুতস্বর
[d] সংবৃত স্বর

2.'স্পর্ধা' থেকে 'আস্পর্ধা' কোন প্রকার পরিবর্তন ?
[a] অভিশ্রুতি
[b] স্বরাগম
[c] অপিনিহিতি
[d] সমাসবদ্ধপদ

3. 'ছন্দোলিপি'-র সন্ধিবিচ্ছেদ করুন:
[a] ছন্দঃ+লিপি
[b] ছন্দ + লিপি
[c] ছন্দল +পি
[d] ছন্দ+লি+পি

4.ধাতুর সঙ্গে প্রত্যয় ও বিভক্তি যোগ করে যা তৈরী হয় তাকে কী বলে?
[a] ক্রিয়াপদ
[b] নামপদ
[c] তদ্বিতপদ
[d] বক্রপদ

5. 'রাজাকে ডাকো' কোন কারকের কোন বিভক্তি?
[a] কর্মকারকে 'কে' বিভক্তি
[b] করণ কারকে 'কে' বিভক্তি
[c] দ্বন্দ্বে 'কে' বিভক্তি
[d] অপাদান কারকে 'এ' বিভক্তি

6.কোন ধন্যাত্মক শব্দটি হাসি বোঝায়?
[a] খিলখিল
[b] ঝরঝর
[c] কুচকুচ
[d] ছলাত ছলাত

7.'লুঙ্গি' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
[a] জাপানি
[b] বর্মী
[c] চীনা
[d] তামিল

8.'হেডপন্ডিত' শব্দটি কেমন শব্দ?
[a] মিশ্রশব্দ
[b] সংকট শব্দ
[c] বিদেশী শব্দ
[d] যৌগিক শব্দ

9.'পাঠক' শব্দের প্রকৃতিপ্রত্যয় নির্ণয় করুন:
[a] পাঠ+ক
[b] পঠ+নক
[c] পঠ+অক
[d] পা+ঠ+ক

10.'সংস্কার' শব্দে কোন উপসর্গ ব্যবহার করা হয়?
[a] সম
[b] কার
[c] ঞ
[d] অব

11.'হাতে গরম'-কোন সমাস?
[a] দ্বন্দ্ব সমাস
[b] দ্বিগু সমাস
[c] অব্যয়ীভাব সমাস
[d] অলুক তত্পুরুষ

12. 'তৈল বিনা কৈলু স্নান '-বাক্যে কোনটি অব্যয় ?
[a] বিনা
[b] তৈল
[c] স্নান
[d] কৈলু

13.'আমাতে' শব্দটির বহুবচন হলো-
[a] আমাদিগতে
[b] আমাতে তোমাতে
[c] তাহাদের
[d] আমাদের জন্য

14.'যা সর্বাপেক্ষা লঘু'-এককথায় প্রকাশ করলে হয়-
[a] লঘিমা
[b] লঘিষ্ঠ
[c] লঘু
[d] লাঘব

15.'আমিশাসী'-শব্দরূপ হলো-
[a] আমিসাশি
[b] আমিষাশী
[c] আমিশাসী
[d] আমিষী

16.'জ' কোন প্রকার বর্ণ?
[a] তালব্য বর্ণ
[b] দন্ত্য বর্ণ
[c] উষ্ম বর্ণ
[d] হ্রস্ববর্ণ

17. 'কাক' থেকে 'কাগ' কোন প্রকার পরিবর্তন?
[a] অভিশ্রুতি
[b] সমীভবন
[c] ঘোষিভবন
[d] দ্বন্দ্বীভবন

18.'মহর্ষি' সন্ধিবিচ্ছেদ করলে হয়-
[a] মহ+ষি
[b] মহা+ঋষি
[c] মহৎ+ঋষি
[d] মহান+ঋষি

19.শব্দকে অর্থের দিক দিয়ে কোন তিন ভাগে ভাগ করা হয়?
[a] যৌগিক,রূঢ়ি,যোগরূঢ়
[b] যৌগিক,সরল,জটিল
[c] যম,অব,নির
[d] বাদ,প্রতিবাদ,সম্বাদ

20. 'চলৎ' শব্দের প্রকৃতিপ্রত্যয় কোনটি?
[a] চল+শতৃ (অৎ)
[b] চল+অত্র
[c] চলৎ+অ
[d] চলন+শক

21.'ধার্মিকা '-শুদ্ধ রূপ হল-
[a] ধার্মিকায়
[b] ধার্মিকেয়
[c] ধার্মিকেত্র
[d] ধার্মিকী

22.'ধোয়ার জল'-এককথায় প্রকাশ করলে হয়-
[a] পদ্য
[b] পাদ্য
[c] পিত্র
[d] পাও

23. 'কেউকেটা' মানে কী?
[a] গন্যমান্য ব্যক্তি
[b] গন্যের মান্য
[c] মান্যবর
[d] মাননীয় জনগণ

24.'বৃষ্টি'-পদ পরিবর্তন করলে হয়-
[a] বর্ষিত
[b] বৃষ্টিত
[c] বিঘ্নিত
[d] বর্ষণমুখর

25.'সিংহ' শব্দের প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন-
[a] সিংহ+ত
[b] হিনস+অ
[c] সিং+হ
[d] সিংহ+শতৃ

সমস্ত উত্তর গুলি::


1.b 2.b 3.a 4.a 5.a 6.a 7.b
8.a 9.b 10.a 11.d 12.a 13.a 14.b
15.b 16.a 17.c 18.b 19.a 20.a 21.d
22.b 23.a 24.a 25.b

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link