Breaking







Saturday, January 6, 2024

WBPSC Food SI Practice Set-3 in Bengali PDF

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট-৩

Food SI Practice Set-3 in Bengali PDF
Food SI Practice Set in Bengali PDF
নমস্কার বন্ধুরা,
আজ WBPSC Food SI Practice Set-3 in Bengali PDFটি আপনাদের দিচ্ছি যেটিতে পরীক্ষার উপযোগী প্রশ্ন রয়েছে প্র্যাকটিস করার জন্য। আপনারা অনেকেই খাদ্য দপ্তরের পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এছাড়া আপনাদের প্রস্তুতির মাত্রা আরো বৃদ্ধি করতে এই পিডিএফটি আপনাদের খুবই কাজে আসবে।

Food SI Practice Set-3 in Bengali PDF

কিছু নমুনা প্রশ্ন:

1.সৌর জগতের উজ্বলতম গ্রহ কোনটি?
[a]বুধ
[b] শুক্র
[c] মঙ্গল
[d] শনি

2.১ থেকে ৩০ পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত?
[a]১৫
[b] ১৭
[c] ১৬
[d] ১৯

3.কাপড় কাচার সোডার রাসয়ানিক নাম কী?
[a]সোডিয়াম কার্বনেট
[b] ম্যাগনেশিয়াম সালফেট
[c] অ্যামোনিয়াম ফসফেট
[d] পটাশিয়াম কার্বনেট

4.সম্প্রতি ভারত কোন দেশের সাথে এয়ার করিডর করল?
[a]আফ-গা-নিস্তান
[b] ইরান
[c] জাপান
[d] সিরিয়া

5.কোন বিজ্ঞানী ইলেক্ট্রন আবিষ্কার করেন?
[a]ওপেন হাইমার
[b] রাদারফোর্ড
[c] নিলস বোর
[d] জে.জে. থমসন

6.একটি নির্বাচনে ৩ জন প্রার্থী যথাক্রমে ১১৩৬, ৭৬৩৬ ও ১১,৬২৮ টি ভোট পেয়েছেন। তাহলে জয়ী প্রার্থী কত শতাংশ ভোট পেয়েছেন?
[a]৫৭%
[b] ৫৮%
[c] ৫৬%
[d] ৫৫%

7.একজন শ্রমিকের দৈনিক মজুরি ৫% বাড়ানো হল। এখন তার দৈনিক মজুরি ২৫২ টাকা। আগে এই মজুরি কত ছিল?
[a]২২০ টাকা
[b] ২৪০ টাকা
[c] ২৩০ টাকা
[d] ২১০ টাকা

সম্পূর্ণ প্র্যাকটিস সেটটি পিডিএফে রয়েছে

File Details:
File Name: Food SI Practice Set-3
File Format: PDF
File Size: 5.53 MB


1 comment:

  1. উত্তর গুলো প্রশ্নের নিচে অথবা পাশে দিলে ভালো হবে স্যার।
    কিছু মনে করবেন না স্যার।

    ReplyDelete

Dont Leave Any Spam Link