Breaking







Tuesday, December 11, 2018

সমাস MCQ PDF-Bengali Grammar Book

সমাস MCQ PDF // Samas -Bengali Grammar Book [বাংলা ব্যাকরণ]:

সমাস pdf download-বাংলা ব্যাকরণ
Samas PDF-সমাস [Bengali Grammar Book]
নমস্কার বন্ধুরা,
Primary TET ,CTET কিংবা অন্যান্য সমতুল্য Competitive Exam-এ বাংলা ব্যাকরণের একটি  অন্যতম অংশ হিসাবে সমাস থেকে অনেক প্রশ্ন এসে থাকে | আর সেই প্রশ্ন গুলির সঙ্গে তীব্র মোকাবিলা করার সামর্থ্য জোগাতে আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি সমাস MCQ PDF- Samas -Bengali Grammar Book.

কিছু নমুনা দেওয়া হলো:


1. কোনটি নিত্য সমাসের উদাহরণ?

[ক]. আমরা        [খ] উপশহর

[গ] গো-ধরা      [ ঘ] পরিভ্রমণ


2. সমাস ভাষাকে কি করে?

[ক] সংক্ষেপ করে    [খ] বিস্তৃত করে

[গ] অর্থপূর্ণ করে    [ঘ] অর্থের রূপান্তর করে

[ঙ] বাক্যের রূপান্তর করে


3. কোন সমাসের ব্যাসবাক্যের প্রয়োজন হয় না?

[ক] উপপদ তৎপুরুষ সমাস   [খ] অলুক সমাস

[গ] প্রাদি সমাস                    [ঘ] নিত্য সমাস


4. ‘লাঠালাঠি’ শব্দটির সমাস–

[ক] দ্বন্দ্ব            [ খ] বহুব্রীহি

[গ] কর্মধারয়     [ ঘ] তৎপুরুষ


File Details:
File Name: Samas MCQ 
File Format: PDF
File Size: 2.28 MB



No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link