Geography Questions Answers in Bengali PDF
![]() |
Geography Questions Answers in Bengali |
নমস্কার বন্ধুরা,
আজ Geography Questions Answers in Bengali PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে অধ্যায় অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূগোল প্রশ্ন উত্তর রয়েছে। যারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই ভূগোল PDFটি খুবই উপকারী হবে। সুতরাং নীচ থেকে পিডিএফটি সংগ্রহ করে নিন।
যে যে ট্রপিক গুলো থাকছে তা একনজরে -সৌরজগত,পৃথিবীর গতি,শিলা,পর্বত-মালভূমি-সমভূমি,ভূমিকম্প,আবহবিকার,নদী-হিমবাহ ও বায়ুর কাজ,বায়ুমন্ডল,পশ্চিমবঙ্গের ভুগোল(Geography of West Bengal),ভারতের ভূপ্রকৃতি-নদনদী-জলবায়ু-স্বাভাবিক উদ্ভিদ-জলসেচ ব্যবস্থা-খনিজ সম্পদ-শিল্প-প্রতিবেশী দেশ সমূহ ইত্যাদি |
ভূগোল প্রশ্ন উত্তর PDF
কিছু নমুনা প্রশ্ন উত্তর:
1.'অহ্ন' কথাটির অর্থ কী?
উ: দিন
2.কক্ষপথের আকৃতি কেমন?
উ: উপবৃত্তাকার
3.নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়?
উ: নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে
4.কোন সমাক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়?
উ: নিরক্ষরেখাকে
5.কোন শিলা পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়?
উ:আগ্নেয় শিলা
6.ছোটনাগপুরের মালভূমিতে কোন শিলা দেখা যায়?
উ: গ্রানাইট শিলা
7.কোন শিলায় জীবাশ্ম দেখা যায়?
উ: পাললিক শিলায়
8.একটি শঙ্কু বা মোচাকৃতি আগ্নেয়গিরির নাম বল|
উ: হাওয়াই দ্বীপের মৌনালোয়া
9.ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ কাকে বলা হয়?
উ: ইতালির স্ট্রম্বলিকে
10.ভুমিকম্পের তীব্রতা পরিমাপক স্কেলটির নাম কী?
উ: রিখটার স্কেল
11.চুনাপাথর কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হয়?
উ: কার্বনেশন
12.মরু অঞ্চলে কোন প্রকার আবহবিকার বেশি দেখা যায়?
উ: যান্ত্রিক আবহবিকার
13.নদীর কোন প্রবাহে জলপ্রপাতের সৃষ্টি?
উ: পার্বত্য প্রবাহে
14.ওজোন গ্যাস বায়ুর কোন স্তরে দেখা যায়?
উ: স্ট্রাটোস্ফিয়ারে
15.কোন মেঘে বৃষ্টিপাত হয়?
উ: নিম্বাস মেঘে
16.বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কী?
উ: রেনগজ
17.চিল্কা কী জাতীয় হ্রদ?
উ: লবনাক্ত জলের হ্রদ
18.পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উ: সান্দাকফু
19.তিব্বতে ব্রম্হপুত্র নদের নাম কী?
উ: সাংপো
20.কার্পাস চাষের জন্য উপযুক্ত কোন মাটি?
উ: কৃষ্ণ মৃত্তিকা ...............
সমস্ত প্রশ্ন উত্তর গুলি পিডিএফে রয়েছে
File Details:
File Name: 1112+ Geography SAQ
File Format: PDF
No.of Page : 154
File Size: 679 KB
Very good
ReplyDeletethanks....visit again
DeleteSuperb collection
ReplyDeletethank you so much................
ReplyDeletewelcome....
DeleteNice sir
ReplyDeleteSir 2018 rail group d question send korla khub valo hoi
ReplyDeleteThank you so much
ReplyDeletewelcome
DeleteThank you
ReplyDelete