ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য যুদ্ধ সমূহ-Indian Historical Wars Details in Bengali PDF
বিভিন্ন Competitive Exam (যেমন-WBCS,RRB Group D,CGL,MTS etc.)-এ ভারতের ইতিহাসে ঘটা বিভিন্ন যুদ্ধের সাল,কার সঙ্গে কার যুদ্ধ,কে পরাজিত হয়েছিল-এই সমন্ধীয় অনেক প্রশ্ন আসে ,আর সেই প্রশ্ন গুলোর সঙ্গে যাতে সহজেই মোকাবিলা করতে পারেন তাই আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য যুদ্ধ সমূহ-Indian Historical Wars Details in Bengali PDF.সুতরাং দেরী না করে পিডিএফটি ডাউনলোড করে নিন.
যুদ্ধ এবং সাল:
- ১১৯১ তরাইনের প্রথম যুদ্ধ
- ১১৯২ তরাইনের দ্বিতীয় যুদ্ধ
- ১১৯৪ ছন্দাওয়ার যুদ্ধ
- ১৫২৬ প্রথম পানিপথের যুদ্ধ
- ১৫২৭ খানুয়ার যুদ্ধ
- ১৫২৮ চাঁদেরির যুদ্ধ
- ১৫২৯ ঘগরার যুদ্ধ
- ১৫৩৯ চৌসার যুদ্ধ
- ১৫৪০ কনৌজের যুদ্ধ বা বিল্বগ্রামের যুদ্ধ
- ১৫৫৬ দ্বিতীয় পানিপথের যুদ্ধ
- ১৫৬৫ তালিকোটার যুদ্ধ বা বানিহাটির যুদ্ধ
- ১৫৭৬ হলদিঘাটের যুদ্ধ
- ১৭৪৫-৪৮ প্রথম কর্ণাটকের যুদ্ধ
- ১৭৪৯-৫৪ দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ
- ১৭৫৬-৬৩ তৃতীয় কর্ণাটকের যুদ্ধ
- ১৭৫৭ পলাশীর যুদ্ধ
- ১৭৬১ তৃতীয় পানিপথের যুদ্ধ
- ১৭৬৪ বক্সারের যুদ্ধ
- ১৭৬৭-৬৯ প্রথম ইঙ্গ-মহীশুর যুদ্ধ
- ১৭৭৫-৮২ প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ
- ১৭৮০ দ্বিতীয় ইঙ্গ-মহীশুর যুদ্ধ
- ১৭৮৯ তৃতীয় ইঙ্গ-মহীশুর যুদ্ধ
- ১৭৯৮ চতুর্থ ইঙ্গ মহীশুর যুদ্ধ
- ১৮০৩ দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ
- ১৮১৭ তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ
(এই যুদ্ধ গুলি সম্পর্কে আরো বিশদ তথ্য পিডিএফ এ দেওয়া আছে )
File Details:
File Name: Important Historical Wars of India
File Format: PDF
File Size:162KB
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link