Breaking







Friday, November 23, 2018

EVS objective 300 questions with answers in Bengali PDF-পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর

পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর-300 Environmental Science Questions Answers PDF in Bengali :

Environmental Science pdf in bengali download for primary tet,ctet
Environmental Science pdf in bengali 
#নমস্কার বন্ধুরা,
প্রাইমারী টেট বা সি টেট-এর একটি অন্যতম বিষয় হলো পরিবেশ বিজ্ঞান(EVS.) |আর এই বিষয় থেকে পরীক্ষায় আসা সমস্ত প্রশ্ন গুলির সঙ্গে তীব্র মোকাবিলা করার সামর্থ্য জোগাতে আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি Environmental Science Questions Answers PDF,যেটিতে ৩০০টি প্রশ্ন উত্তর দেওয়া আছে.

কিছু নমুনা প্রশ্ন-উত্তর:

১.UNESCO-এর পুরো কথা কী?
উ: United Nations Educational,Scientific and Cultural Organization

২. বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালন করা হয়?
উ: ৫ই ডিসেম্বর 

৩.একটি জৈব গ্রীন হাউস্ গ্যাসের উদাহরণ দাও 
উ: মিথেন 

৪.ভারতে অ্যাসিড বৃষ্টি আক্রান্ত প্রধান শহর কোন গুলি?
উ: আগ্রা,দিল্লি 

৫.পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম বলো 
উ:জলদাপাড়া

৬.ভারতের একটি বিলুপ্ত প্রাণীর উদাহরণ দাও 
উ: গোলাপী মাথা হাঁস 

৭.কিসের দুষণে ফ্লুরোসিস রোগ হয়?
উ: ফ্লুরাইড 

8.ত্বকের ক্যান্সারের জন্য কোন বিকিরণ দায়ী?
উ: UV বিকিরণ 

৯.তাজমহলের ক্ষতিকারক প্রধান দূষক পদার্থ কোনটি?
উ: সালফার-ডাই-অক্সাইড 

১০.ইউট্রোফিকেশন কী?
উ: জলে শৈবালের দ্রুত বৃদ্ধিকরণ 

১১.BOD-এর পুরো কথা কী?
উ: Biological Oxygen Demand 

১২.বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম?
উ: তামিলনাডু 

১৩.টর্নেডো কী?
উ: আটলান্টিক মহাসাগরে সৃষ্ট একপ্রকার ঘূর্ণিঝড়

১৪.একটি পরিবেশবান্ধব বর্জ্যের নাম বলো?
উ: কাগজ 

১৫.বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কিবলে?
উ: ইনসিনারেশন 

১৬.একটি জৈব জ্বালানির উদাহরণ দাও?
উ: বায়োডিজেল 

১৭.জীব বৈচিত্র্যের সুপার মার্কেট কাকে বলা হয়?
উ: জলাভূমিকে 

১৮.পৃথিবীর  প্রথম জাতীয় উদ্যান কোনটি?
উ: ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক 

১৯.কত সালে গ্রিন বেঞ্চ গঠিত হয়?
উ: ১৯৮৬ সালে 

২০.MIC গ্যাসের পুরো কথা কী?
উ: Methyl Isocyanate


[সব প্রশ্ন উত্তর পিডিএফে দেওয়া আছে ]

File Details:
File Name: 300 EVS 
File Format: PDF
File Size:356KB



2 comments:

  1. এই পিডিএফ ফাইল গুলি পেয়ে অনেক উপকৃত হই ধন্যবাদ।

    ReplyDelete

Dont Leave Any Spam Link