Breaking







Monday, August 28, 2023

ঘড়ির কাঁটার অঙ্ক সূত্র ও সমাধান PDF || Clock Math Formula and Solution in Bengali PDF

ঘড়ির অঙ্ক সমাধান PDF

ঘড়ির কাঁটার অঙ্ক সূত্র ও সমাধান PDF
ঘড়ির কাঁটার কোণ নির্ণয়
নমস্কার বন্ধুরা,
আজ ঘড়ির কাঁটার অঙ্ক সূত্র ও সমাধান PDFটি দিচ্ছি, যেটিতে ঘড়ির অংকের শর্টকাট সূত্র গুলি দেওয়া হয়েছে বাংলা ভাষায়। প্রায় প্রতিটা Competitive Exam বা চাকরির পরীক্ষায় Math এবং Reasoning-এ থাকছেই থাকছে, আর এই বিষয়ের একটি অন্যতম অধ্যায় হলো ঘড়ির কাঁটার মাঝে সৃষ্ট কোণের মান নির্ণয়। এই অধ্যায় থেকে আসা প্রশ্ন গুলির সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা অর্জনের জন্য আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি।

ঘড়ির কাঁটার অঙ্ক সূত্র

কিছু নমুনা অংক:
  1.  পুরো ঘড়িটা একটা বৃত্তের মতো। তাহলে একটা বৃত্ত হলো ৩৬০°।
  2. সংখ্যা থাকে ১২ টা। তাহলে প্রতি ঘন্টার জন্য কোণ হবে (৩৬০°÷১২)=৩০°।
  3. ঘড়িতে ১ ঘন্টা=৬০ মিনিট সেহেতু ১ মিনিট = ৩৬০/৬০=৬ °।
  4.  একই সাথে ঘণ্টার কাঁটা আর মিনিটের কাঁটা ঘড়ির ১২ সংখ্যাটিকে নির্দেশ করলে, কোণ হবে শূন্য। যেমনঃ দুপুর ১২ টা।

সম্পূর্ণ সূত্র গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name: Clock Math
File Format: PDF
No. of Pages: 7
File Size: 262 KB

Click Here to Download


2 comments:

Dont Leave Any Spam Link