Breaking







Monday, July 24, 2023

এশিয়া মহাদেশ জিকে প্রশ্ন উত্তর PDF | Asia GK in Bengali

এশিয়া  মহাদেশ সম্পর্কিত জিকে প্রশ্ন উত্তর PDF

এশিয়া  মহাদেশ জিকে প্রশ্ন উত্তর PDF
এশিয়া  মহাদেশ জিকে
নমস্কার বন্ধুরা,
আজ এশিয়া  মহাদেশ জিকে প্রশ্ন উত্তর PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে এশিয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ ৫০০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন উত্তর রয়েছে। বিভিন্ন চাকরির পরীক্ষাতে ওয়ার্ল্ড জিকের অংশ হিসাবে এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে। সুতরাং নীচ থেকে নমুনা প্রশ্ন উত্তর পড়ে নিন এবং প্রয়োজনবোধে পিডিএফটিও সংগ্রহ করে নিন।

এশিয়া  মহাদেশ জিকে

কিছু নমুনা প্রশ্ন-উত্তর :

1.এশিয়া মহাদেশের আয়তন কত? 
উ: ৪,৪৫,৭৯,০০০ বর্গ কিমি

2.আয়তন ও লোকসংখ্যার দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
উ: চীন

3.এশিয়ার দক্ষিণ দিয়ে কোন রেখা অতিক্রম করেছে ?
উ: বিষূব রেখা

4.এশিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি? 
উ: বোর্নিও, ইন্দোনেশিয়া

5.ইয়াংসিকিয়াং নদীর দৈর্ঘ্য কত? 
উ: ৫৪৯৪ কিমি

6.এশিয়ার সর্বনিম্ন বিন্দু কোনটি?
উ: ডেড সি বা মৃত সাগর

7.এশিয়ার বৃহত্তম সমভূমি কোনটি? 
উ: পশ্চিম সাইবেরিয়া

8.রমুজ প্রণালী কোথায় অবস্থিত?
উ: ওমান উপসাগর ও লোহিত সাগরের মধ্যে

9.হিমালয় পর্বতমালা কোথায় অবস্থিত?
উ: ভারত ও নেপালে

10.ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? 
উ: তুরস্কে

11.বিড়লা হাউসের বর্তমান নাম কি?
উ: গান্ধী সদন

12.ভারতের ঐতিহাসিক বাবরী মসজিদ অবস্থিত?
উ: অযোধ্যায়

13.এশিয়ার কোন দেশের নিজস্ব সেনাবাহিনী নেই? 
উ: মালদ্বীপে

সম্পূর্ণ ৫০০টি প্রশ্ন উত্তর পিডিএফে রয়েছে

File Details::
File Name: এশিয়া  মহাদেশ জিকে
File Format: PDF
No. of Pages: 27
File Size: 848 KB

Click Here to Download

1 comment:

Dont Leave Any Spam Link