Breaking







Monday, October 29, 2018

History Short Questions Answers in Bengali PDF-সভ্যতার ইতিহাস

সভ্যতার ইতিহাস প্রশ্ন উত্তর -History Short Questions Answers in Bengali PDF Download:

World Civilization History short questions answers pdf in bengali
History General Knowledge in Bengali
নমস্কার বন্ধুরা,
আপনারা যেসমস্ত Competitive Exam দিয়ে থাকেন তার মধ্যে বেশিরভাগ পরীক্ষাতেই ইতিহাস থেকে প্রশ্ন এসে থাকে ,আর ইতিহাসে সব কিছু পড়া না থাকলে সেগুলির উত্তর করা খুবই কঠিন| তাই আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি সভ্যতার ইতিহাস প্রশ্ন উত্তর -History Short Questions Answers in Bengali PDF. দেরী না করে নিচের দেওয়া লিংক থেকে সম্পুর্ন পিডিএফটি ডাউনলোড করে নিন.

কিছু নমুনা প্রশ্ন-উত্তর:

প্রশ্ন:প্রাচীনতম সভ্যতাগুলো কি কি? 
উঃ সিন্ধু সভ্যতা, মিসরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, পারস্য সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা,রোমান সভ্যতা, ইজিয়ান সভ্যতা।

প্রশ্ন:বিশ্ব সভ্যতার কবে যাত্রা শুরু হয়? 
উঃ খ্রিষ্টপূর্ব ৫০০০ অব্দ থেকে।

প্রশ্ন:হায়ারোগ্লিফিক কি? 
উঃ মিশরীয় লিপি।

প্রশ্ন:পাটিগণিতের গুন পদ্ধতি কারা আবিষ্কার করে? 
উঃ মেসোপটেমীয়রা।

প্রশ্ন:ব্যবিলনীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? 
উঃ মেসোপটেমিয়ায়।

প্রশ্ন:ক্যালডীয় সভ্যতা গড়ে তুলেছিলেন কে? 
উঃ সম্রাট নেবুচাদ নেজার।

প্রশ্ন:কারা প্রথম বছরের দৈর্ঘ্য বের করেন? 
উঃ ক্যালডীয়রা।

প্রশ্ন:প্রত্নতত্ত্ববিদদের মতে সিন্ধু সভ্যতা পতনের কারণ কি? 
উঃ প্রলয়ঙ্করী বন্যা।

প্রশ্ন:মহেনজোদারো পাকিস্তানের কোন জেলায় অবস্থিত? 
উঃ লারকানা জেলায়।

প্রশ্ন:ইউরোপীরা কাদের কাছ থেকে কলম, কালি ও কাগজের ব্যবহার শিখে? 
উঃ ফিনিশীয়।

প্রশ্ন:পারস্য স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন কোনটি? 
উঃ কাইরাসের সমাধি।

প্রশ্ন:চৈনিক সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? 
উঃ হোয়াংহো, ইয়াংসিকিয়াং ও দক্ষিন চিনে।


File Details:
File Name: History Short Questions Answers
File Format: PDF
File Size:768KB



No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link