Breaking







Thursday, October 25, 2018

Child Study and Pedagogy Mocktest in Bengali for Primary TET and CTET

Child Study and Pedagogy(শিশু শিক্ষা ও মনস্তত্ত্ব) Mocktest in Bengalifor Primary TET and CTET in Bengali:

Child study and pedagogy online mock test for primary tet,ctet in bengali
Child Study Mock Test in Bengali
Hello বন্ধুরা ,
Primary TET এবং CTET-পাশ করতে হলে শিশুশিক্ষার প্রশ্ন গুলির সঠিক উত্তর দেওয়া খুবই জরুরি ,তাই আপনাদের প্রস্তুতি আরো দ্রুত করাতে আজ আমরা Child Study Mocktest-এর আয়োজন করেছি ,সুতরাং অংশ গ্রহণ করুন এবং কত মার্কস পেলেন সেটা নিচে কমেন্ট করে জানান .

Child Study and Pedagogy Mocktest:


  1. প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে?

  2. স্কিনার
    কোহলার
    প্যাভলভ
    থর্নডাইক

  3. "Operent"-কথাটির অর্থ কি?

  4. প্রচেষ্টা ও ভুল
    প্রতিক্রিয়ার মাধ্যমে ফল লাভ
    আত্মসক্রিযতা
    বুদ্ধির বিকাশ

  5. বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে?

  6. মহাত্মা গান্ধীজি
    রবীন্দ্রনাথ ঠাকুর
    রামমোহন রায়
    বিদ্যাসাগর

  7. "ঝড়ঝঞ্ঝার কাল" বলা হয়-

  8. শৈশবকে
    কৈশোরকে
    বয়ঃসন্ধিকে
    প্রাপ্তবয়স্ক কালকে

  9. 'এমিল' গ্রন্থটি রচনা করেন-

  10. রুশো
    রবীন্দ্রনাথ ঠাকুর
    বিবেকানন্দ
    ওয়াটসন

  11. 'কাসা দাই বামবিনি'-কথাটির অর্থ হলো-

  12. সবার জন্য শিক্ষা
    শিশুশিক্ষা
    শিশুদের জন্য গৃহ
    জ্ঞানের জন্য শিক্ষা

  13. ব্যক্তির ব্যক্তিত্ব গঠনের মূলে তিনটি উপাদান Id,Ego,Super Ego-এর কথা বলেন-

  14. ফ্রয়েড
    হার্বার্ট
    স্কিনার
    ব্রেইল

  15. কোনটি সামাজিক প্রেষনার অংশ নয়?

  16. খ্যাতি
    স্বীকৃতি
    যৌন প্রেষণা
    প্রভুত্ব লাভ

  17. কোন যন্ত্রের সাহায্যে মনোযোগ পরিসর পরিমাপ করা হয়?

  18. Telescope
    Tethoscope
    Planechet
    Tachistoscope

  19. দ্বি-উপাদান তত্ত্বের প্রবক্তা কে?

  20. স্পিয়ারম্যান
    স্কিনার
    থার্সটন
    পিয়াঁজে


স্কোর জানার পর উত্তর পত্রটি দেখে মিলিয়ে নিন :
Ans. Sheet:

1.c , 2.b , 3.a , 4.c , 5.a , 6.c , 7.a , 8.c , 9.d , 10.a

9 comments:

Dont Leave Any Spam Link