Breaking







Saturday, September 22, 2018

গণিত সমাধান পর্ব-৪ | Solved Math PDF in Bengali Part-4 with short-cut tricks for wbcs,CGL,SSC,Rail,Bank exam

Solved Math PDF in Bengali Part-4-গণিত সমাধান পর্ব-৪:

Solved math pdf in bengali for all competitive exam
Hello,বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে আসলাম গণিত সমাধান পর্ব-৪,যেটি গণিতে দুর্বল এবং যারা দ্রুত অঙ্ক করতে চান তাদের প্রচুর কাজে আসবে তাই নিচে থাকা লিংক এ ক্লিক করে ডাউনলোড করে নিন এছাড়া আগের পর্ব গুলির লিঙ্কও এই পোস্টের নিচে পেয়ে যাবেন .


যে যে অঙ্ক গুলির সমাধান এই পিডিএফ এ আছে :

প্রশ্নঃ তিনটি সংখ্যার গসাগু 6 লসাগু 420 প্রথম দুটি সংখ্যা 12, 30 তৃতীয় সংখ্যাটি কত ?

প্রশ্নঃ একটি পরিবারের 6 জন সদস্যের গড় 22 বছর । কনিষ্ঠ সদস্যের বয়স 7 বছর । কনিষ্ঠ শিশুটি জন্মাবার পূর্বমুহূর্তে সদস্যদের গড় কত ছিল ?


প্রশ্নঃ একটি ব্যাগে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সা 1:2:3 অনুপাতে আছে।ব্যাগে মোট 30 টাকা থাকলে, ক-টি 5 পয়সার মুদ্রা আছে ?


প্রশ্নঃ চালের দাম 20% বেড়ে গেলে কোন পরিবার শতকরা কত কম ব্যবহার করলে তার ব্যয় বাড়বে না ?


প্রশ্নঃ চিনির দাম 10% কমে গেলে কোন পরিবার তার খরচ অপরিবর্তিত রাখতে চাইলে চিনির ব্যবহার কত হারে বাড়বে ?


প্রশ্নঃ 5% of [50% of RS 300] = কত ?

প্রশ্নঃ  A এর বেতন B এর চেয়ে 50% বেশি। তাহলে B এর বেতন A এর চেয়ে শতকরা কত কম ?


প্রশ্নঃ A এর বেতন B এর 30% কম B এ বেতন A এর বেতনের শতকরা কত বেশি ?

প্রশ্নঃ কোন দ্রব্যের ট্যাক্স 20% কমে যাওয়ায় ব্যবহার বাড়ে 15% তবে দ্রব্যের কর থেকে আয়ের প্রভাব কী পড়বে ?


প্রশ্নঃ  তিন অংকের ক্ষুদ্রতম পূর্ণবর্গসংখ্যার বর্গমূলের অর্ধেক কত ?


প্রশ্নঃ  10 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 সেমি জ্যা এর দৈর্ঘ্য কত ?


প্রশ্নঃ  (2-√3)² . (7+4√3) = কত ?


File Details:
File Name: Solved Math part-4
File Format: PDF
File Size: 1.28MB

Click here to Download



No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link