Breaking







Wednesday, September 19, 2018

Meghalaya State Bengali GK PDF Download-মেঘালয় রাজ্য সাধারণ জ্ঞান

মেঘালয় রাজ্য সাধারণ জ্ঞান-Meghalaya State Bengali GK PDF Download for Competitive Exam:

Meghalaya state bengali GK pdf download

Hello,বন্ধুরা কেমন আছেন?
আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি Meghalaya State Bengali GK PDF,আশা করছি এটি আপনাদের কাজে আসবে, এটার পিডিএফ ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে .

1.মেঘালয় রাজ্যটি কবে গঠিত হয়?
উ: ১৯৭২ সালের ২১শে জানুয়ারী 

2.মেঘালয় প্রথমে কোন রাজ্যের অংশ ছিল?
উ: আসাম 

3.মেঘালয় রাজ্যে কত গুলি জেলা আছে?
উ: ১১টি

4.এই রাজ্যের রাজধানী কোথায়?
উ: শিলং 

5. "মেঘালয়" শব্দের অর্থ কী?
উ: মেঘেদের আবাস বা বাসস্থান 

6.কোন জায়গাটি "পূর্বের স্কটল্যান্ড" নামে পরিচিত?
উ: শিলং 

7.মেঘালয়ের রাষ্ট্রীয় পশু কী?
উ: মেঘলা চিতা 

8.মেঘালয়ের রাষ্ট্রীয় পাখি কী?
উ: পাহাড়ি ময়না 

9.মেঘালয়ের রাষ্ট্রীয় গাছ কী?
উ: গামারী গাছ 

10.মেঘালয়ের রাষ্ট্রীয় ফুল কী?
উ: Paphiopedilum insigne

11.ভারতের কোন রাজ্যে কোনো রেলওয়ে স্টেশন নেই?
উ: মেঘালয় 

12.চেরাপুঞ্জির নতুন নাম কী?
উ: Sohra

13.পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী বদ্বীপ কোনটি?
উ: Nongkhnum

14.মেঘালয়ের প্রথম মুখ্যমন্ত্রী কে?
উ: Williamson A. Sangma

15.প্রথম রাজ্যপাল কে ছিলেন?
উ: Braj Kumar Nehru

16.মেঘালয়ের সব থেকে বড় শহর কোনটি?
উ: শিলং 

17.মেঘালয়ের প্রধান প্রধান নৃত্যশৈলী  কোন গুলি?
উ: shad sukmysiem, shad nongkrem, derogata, do dru Sua, laho, etc

18.মেঘালয়ের সর্বোচ্চ স্থান কোনটি?
উ: শিলং পিক 

19.এই রাজ্যের দীর্ঘতম নদী কোনটি?
উ: Simsang বা সোমেশ্বরী 

20.এখানকার সবথেকে বড় গুহা কোনটি?
উ: Krem Puri

21.এখানকার প্রধান প্রধান উত্সব গুলি কী কী?
উ: Shad Suk Mynsiem,Nongkrem Festival ,Behdeinkhlam Festival, Shad Sukra, Wangala Festival 

22.এখানে প্রধানত কোন কোন উপজাতি দেখা যায়?
উ: খাসি , গারো ,জৈন্তিয়া 

দেরী না করে নিচের লিংক থেকে এটার PDFটি Download করে নিন 

File Details:
File Name: Meghalaya state GK
File Format:পিডিএফ
File Size:416kb

Click here to Download


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link