বিভিন্ন পদার্থ ও দ্রবণের pH মান PDF
pH-এর মান বা মাত্রা |
নমস্কার বন্ধুরা,
আজ বিভিন্ন জিনিসে pH-এর মান তালিকাটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো, যেটিতে বিশেষ কিছু জিনিস বা দ্রবনের pH মান উল্লেখ করা হয়েছে। সাধারণ বিজ্ঞান বা General Science-এর অন্যতম একটি অধ্যায় এটি। Railway Group D, NTPC-সহ অন্যান্য পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে; যেমন- রক্তে pH-এর মান কত? বিশুদ্ধ জলের pH মান কত? ইত্যাদি।
বিভিন্ন জিনিসের pH মাত্রা
পদার্থ/দ্রবণ | pH-এর মান |
---|---|
বিশুদ্ধ জল | ৭.০ |
বৃষ্টির জল | ৫.৬-৬.০ |
সমুদ্রের জল | ৭.৫-৮.৫ |
লালারস | ৬.৫-৭.৫ |
রক্ত | ৭.৩-৭.৫ |
মূত্র | ৬ |
চা | ৫.৫ |
কফি | ৫.০ |
বিয়ার | ৪.৫ |
লেবুর রস | ২.২-২.৪ |
ভিনিগার | ২.৯ |
টমেটো | ৪.০ |
আপেলের রস | ২.৯-৩.৩ |
কমলার শরবত | ৩.৭ |
স্ট্রবেরী | ৩.০-৩.৫ |
ফলের জেলি | ২.৮-৩.৪ |
গরুর দুধ | ৬.৪ |
মাখন | ৬.১-৬.৪ |
ডিমের সাদা অংশ | ৭.৬-৮.০ |
বেকিং সোডা | ৮.৩ |
লন্ড্রির অ্যামোনিয়া | ১১.০ |
ব্যাটারির অ্যাসিড | ১.০ |
চুন জল | ১২.০ |
দাঁত মাজন | ৮.০ |
গ্যাস্ট্রিক রস | ১.০ |
টমেটো | ৪.০ |
জেনে রাখুন::
■ pH মান 7 হলে তা নিরপেক্ষ।
■ pH মাত্রা 7-এর কম হলে তা অম্লীয় বা অ্যাসিটিক।
■ pH মাত্রা 7-এর বেশি হলে তা ক্ষারীয়।
pH-এর মানের তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: pH-এর মান
File Format: PDF
No. of Pages: 2
File Size: 316 KB
Click Here to Download
ReplyDeleteGd
thsanks
Deletemany many thanks sir
ReplyDelete♥♥♥♥ you