Breaking







Saturday, September 8, 2018

Karnataka State GK PDF in Bengali-কর্নাটক সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর

Karnataka State GK PDF in Bengali-কর্নাটক সাধারণ জ্ঞান প্রশ্ন-উত্তর :

Karnataka state gk in bengali pdf

1.কর্ণাটকের আদি নাম কী ছিল?
উ: মহীশূর রাজ্য 

2.কবে মহীশূর নাম পরিবর্তিত হয়?
উ: ১৯৭৩ সালে

3.মহীশূর তথা কর্নাটক রাজ্যটি কবে গঠিত হয় ?
উ: ১৯৫৬  সালের ১লা নভেম্বর 

4.কর্নাটক রাজ্যের আয়তন কত?
উ: 74,122 বর্গ মাইল 

5.কর্ণাটকের রাজধানী কোথায়?
উ: বেঙ্গালুরু 

6.কর্ণাটকের সব থেকে বড় শহর কোনটি?
উ: বেঙ্গালুরু 

7.কর্ণাটকের উত্তরে কোন রাজ্য অবস্থান করছে?
উ: মহারাষ্ট্র 

8.কর্ণাটকের পশ্চিমে কোন সাগর আছে?
উ: আরব সাগর

9.কর্ণাটকের অফিসিয়াল ভাষা কী?
উ: কন্নড় ভাষা 

10.কর্ণাটকের কত গুলি জেলা ?
উ: ৩০টি

11.মহীশূর নাম থাকাকালীন প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উ: Kyasamballi Chengalaraya Reddy

12.কর্নাটক নাম হওয়ার পর প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উ: D Devaraj Urs

13. ১৯৫৬ সালে রাজ্যটি আনুষ্ঠানিক ভাবে গঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উ: S Nijalingappa

14.কর্ণাটকের রাজ্য পশু কী?
উ: ভারতীয় হাতি 

15.কর্ণাটকের রাজ্য ফুল কী?
উ: পদ্ম 

16.কর্ণাটকের রাজ্য পাখি কী?
উ: নীলকন্ঠ পাখি 

17.কর্ণাটকের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
উ: Mullayanagiri

18.কর্ণাটকের বিখ্যাত খাবার কোনটি ?
উ: মশলা ধোসা 

19.কর্ণাটকের বিশেষ প্রচলিত নাচ কী?
উ: কুনিঠা 

20.কর্ণাটকের দীর্ঘতম নদী কোনটি?
উ: কৃষ্ণা 

21.ঐতিহাসিক প্রেক্ষাপটে কর্নাটকে মোট কয়টি যুদ্ধ সংঘটিত হয়েছিল?
উ: ৩টি

22.কর্ণাটকের রাষ্ট্রীয় গাছ কী?
উ: চন্দন 

23.কর্নাটকে সাক্ষরতার হার কত?
উ: ৯৩.৯১%

24.কর্নাটকে কোন কোন জাতীয় উদ্যান রয়েছে?
উ: বন্দিপুর জাতীয় উদ্যান, নাগরহোল জাতীয় উদ্যান, মুদুমলাই জাতীয় উদ্যান

25.কর্ণাটকের সব থেকে বড় জেলা কোনটি?
উ: Gulbarga

নিচের লিংক থেকে এটার PDFটি Download করে নিন 


File Details:
File Name: Karnataka General Knowledge
File Format:PDF
File Size: 426kb

Click here to Download

এইরকম আরো Study Materials পাওয়ার জন্য আমাদের সাইট প্রতিদিন ভিজিট করুন 


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link