Breaking







Tuesday, September 25, 2018

Biology Questions Answers in Bengali PDF-জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর-Life Science for WBCS/TET/CGL/Railway group d/BCS

জীবন বিজ্ঞান প্রশ্ন উত্তর-Life Science for WBCS/TET/CGL/Railway group d/BCS:

Biology question answers pdf in bengali for wbcs ,railway group d,cgl etc

Hello,বন্ধুরা কেমন আছে?
বিভিন্ন Competitive Exam-এ আসার মতো জীবন বিজ্ঞান প্রশ্ন-উত্তর সংকলিত পিডিএফ আগেও দিয়েছি ,র আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি Biology Part-3,সুতরাং দেরী না করে Life Science PDF in Bengali ডাউনলোড করে নিন ,যেটিতে ৫০ এর বেশি প্রশ্ন উত্তর আছে .

কিছু নমুনা দেওয়া হলো :

♦ প্রশ্ন : জলের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়–
উত্তর : শুশুক

প্রশ্ন : যে সব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলা হয়-
উত্তর : প্যাথজেনিক

♦ প্রশ্ন : কোনো পরিবহন তন্ত্র নেই-
উত্তর : ছত্রাকের

♦ প্রশ্ন : চিংড়ির চাষকে কি বলে?
উত্তর : Prawn culture

♦ প্রশ্ন : মাছের প্রাকৃতিক খাবার হল-
উত্তর : প্লাংকটন

♦ প্রশ্ন: কলকাসুন্দা কি?
উত্তর : উপগুল্ম

♦ প্রশ্ন : হংকং ভাইরাস নামে পরিচিত কোন ভাইরাস?
উত্তর : SARS

♦ প্রশ্ন : টায়ালিন কি পরিপাক করে?
উত্তর : শর্করা

♦ প্রশ্ন : বিলিরুবিন কোথায় থাকে?
উত্তর : প্লীহায়

♦ প্রশ্ন : জন্ডিসে আক্রান্ত হয় –
উত্তর : যকৃত

File details:
File Name: Biology part-3
File Format: PDF
File Size: 454KB



No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link