Breaking







Friday, August 31, 2018

International lines and Boundaries pdf in Bengali-আন্তর্জাতিক সীমারেখাসমুহ for All Competitive Exam

International lines and Boundaries pdf in Bengali-আন্তর্জাতিক সীমারেখাসমুহ for All Competitive Exam:

International Lines and boundaries pdf in bengali



  • ডুরান্ড লাইন-ভারত ও আফগানিস্থানের মধ্যে
  • ম্যাকমোহন লাইন-ভারত ও চিনের মধ্যে
  • র‌্যাডক্লিফ লাইন-ভারত ও পাকিস্তানের মধ্যে
  • ১৭-তম প্যারালাল লাইন-উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে
  • ৩৮-তম প্যারালাল লাইন-উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে
  • ৪৯-তম প্যারালাল লাইন-আমেরিকা ও কানাডার মধ্যে
  • হিণ্ডারবার্গ লাইন-জার্মানি ও পোল্যান্ডের মধ্যে
  • কার্জন লাইন-পোল্যান্ড ও রাশিয়ার মধ্যবর্তী সীমারেখা
  • সেইগফ্রাইড লাইন-জার্মানি ও ফ্রান্সের মধ্যে
  • অডার নিসে লাইন-পূর্ব জার্মানি ও পোল্যাণ্ডের মধ্যে
  • ম্যাগিনট (মেজিনো) লাইন-ফ্রান্স ও জার্মানির মধ্যে
  • ম্যানারহিয়েন লাইন-রাশিয়া ও ফিনল্যাণ্ডের মধ্যে
  • ২৪-তম লাইন-পাকিস্তান ও ভারতের মধ্যে(পাকিস্তানের দাবীমত) 
  • ওয়াখান করিডর-আফগানিস্তান ও চিনের মধ্যে
  • ১৬তম লাইন-নামিবিয়া ও অ্যাঙ্গোলার মধ্যে
  • গোলান হাইট-সিরিয়া ও ইজরায়েলের সীমান্তের মধ্যবর্তী অংশ
  • ডানকান প্যাসেজ-দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যবর্তী অংশ
  • স্যার ক্রিক রো জলসীমা-ভারত ও পাকিস্তানের মধ্যে (গুজরাটে)
  • ডেড সী-ইজরায়েল ও জর্ডন-এর সীমান্তবর্তী অংশ
  • Loc (Line of Control)-কাশ্মীর ও পাক অধিকৃত কাশ্মীরের মধ্যবর্তী অংশ
  • সাত-এল-আরব-ইরাক ও ইরানের মধ্যবর্তী অংশ
  • ধনুষকোটি-বঙ্গোপসাগর ও আরবসাগরের মিলনস্থল
  • পাটকাই ভূমি সীমান্ত-অরুণাচল প্রদেশ ও মায়ানমারের মধ্যবর্তী অঞ্চল
  • কেইল খাল-বাল্টিক সাগর ও উত্তর সাগরকে যুক্ত করেছে
  • সেমব্রিরো চ্যানেল-ছোট নিকোবর ও গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যবর্তী অংশ
  • সেতু সমুদ্রম্ প্রকল্প-আরব সাগর ও বঙ্গোপসাগরকে যুক্ত করেছে

File Details:
File Name: International Lines and Boundaries
File Format: PDF
File Size:139KB


No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link