Breaking







Thursday, August 2, 2018

ভারতীয় সংবিধান প্রশ্ন উত্তর | Indian Constitution & Polity- General Knowledge | Bengali pdf for WBCS

Indian Constitution Polity- General Knowledge/

ভারতীয় সংবিধান থেকে প্রশ্ন আলোচনা:

ভারতের সংবিধান প্রশ্ন উত্তর pdf-Indian Constitution bengali pdf

হ্যালো বন্ধুরা কেমন আছেন?
বিভিন্ন Competitive Exam(WBCS etc.)-এ ভারতের সংবিধান থেকে কিছু প্রশ্ন এসে থাকে আর সেই প্রশ্ন গুলির সাথে মোকাবিলা করার জন্য আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি ভারতীয় সংবিধান প্রশ্ন উত্তর সাধারণ জ্ঞান/Indian Constitution General Knowledge.


এই PDFএ এ কিরকম প্রশ্ন-উত্তর থাকছে তার কিছু নমুনা দেওয়া হলো আর সম্পূর্ণ PDF-এর লিংক নিচে দেওয়া আছে 

1. সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে ?
উঃ) 14- 32 নম্বর ধারায় 

2. সংবিধানের কোন ধারায় নির্দেশমূলক নীতি গুলি বর্ণিত হয়েছে ?
উঃ) 38-51 নম্বর ধারায় 

3. মৌলিক অধিকারের লক্ষ্য কি ?
উঃ) গণতান্ত্রিক সমাজ গঠণ 

4. সংবিধানের কোন ধারায় স্বধীনতার অধিকারগুলি স্বীকৃত ?
উঃ) 19-22 নম্বর ধারায় 

5. মৌলিক অধিকারগুলো বলবত্ করার উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট কত ধরনের লেখ্ (Writ) জারি করতে পারে ?
উঃ) 5 ধরনের 

6. কাকে মৌলিক অধিকারের রক্ষাকর্তা বলা হয় ?
উঃ) আদালত কে 

7. মৌলিক অধিকারগুলো সংবিধানের কোন অংশে লিপিবদ্ধ আছে ?
উঃ) তৃতীয় অংশে 

8. বর্তমানে সম্পত্তির অধিকার কীরূপ অধিকার ?
উঃ) বিধিবদ্ধ অধিকার 

9. আইনের দৃষ্টিতে ‘সাম্য’ কীরূপ অধিকারের উদাহরণ ?
উঃ) নেতিবাচক মৌলিক অধিকারের 

10. ভারতীয় সংবিধানে কয়টি তালিকার মধ্যে কেন্দ্র-রাজ্য ক্ষমতা বন্টিত ?
উঃ) তিনটি – কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা I

11. কাকে জাতীয় রাজধানী অঞ্চল বলা হয় ?
উঃ) দিল্লি কে 

12. প্রতিরক্ষা ও মুদ্রা ব্যবস্থা কোন তালিকার অন্তর্গত ?
উঃ) কেন্দ্র তালিকার 

13. শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত ?
উঃ) যুগ্ম তালিকার 

14. ভারতকে ‘চরম যুক্তরাষ্ট্রীয় দেশ’ কে বলেছেন ?
উঃ) পল এপলবি 

15. মূল সংবিধানে কেন্দ্র তালিকাভুক্ত সংখ্যা কটি ছিল ?
উঃ) 97 টি 

16. সংবিধান সংশোধনী বিলে কোন পদাধিকারি সম্মতি দিতে বাধ্য ?
উঃ) রাষ্ট্রপতি 

17. কত নম্বর সংবিধান সংশোধনীতে দলত্যাগ বন্ধের ব্যবস্থা করা হয়েছে ?
উঃ) 1985 সালের 52 নম্বর সংশোধনীতে 

দেরী না করে নিচের দেওয়া লিংক থেকে পিডিএফটি Downloadকরে নিন 

Indian Constitution Polity- General Knowledge/

ভারতীয় সংবিধান থেকে প্রশ্ন আলোচনা:

File Details:
File Name: Indian constitution GK/ভারতের সংবিধানের প্রশ্ন উত্তর 
File Format: PDF
File size:593KB

Click Here To Download The PDF File 

এইরকম আরো Study Materials পাওয়ার জন্য আমাদের সাইট প্রতিদিন ভিজিট করুন 

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link