Breaking







Wednesday, November 8, 2023

কলকাতা জিকে PDF || Kolkata GK in Bengali

কলকাতা জিকে প্রশ্ন উত্তর PDF

কলকাতা জিকে PDF
কলকাতা জিকে
Hello,
আজ কলকাতা জিকে প্রশ্ন উত্তর PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে কলকাতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর রয়েছে। বিভিন্ন চাকরির পরীক্ষা ও ক্যুইজ প্রতিযোগিতায় কলকাতা সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসে। তাই নীচ থেকে সমস্ত প্রশ্ন উত্তর গুলো পড়ে নিন বাংলায় এবং প্রয়োজনে পিডিএফটিও সংগ্রহ করে রাখতে পারেন।

কলকাতা সম্পর্কিত জিকে

1.কলকাতা জেলার আয়তন কত বর্গমিটার?
উঃ ২০৬ বর্গ কিমি (প্রায়)

2.কলকাতার অবস্থান কী?
উঃ ২২° ৩০´ উত্তর অক্ষাংশে এবং ৮৮° ৩০´ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত

3.কলকাতা জেলায় সাক্ষরতার হার কত শতাংশ?
উঃ ৮৭.১৪ শতাংশ 

4.কলকাতা নগরীর প্রতিষ্ঠা করেছিলেন কে?
উঃ জবচার্নক

5.কলকাতার জন্ম কত সালে হয়?
উঃ ১৬৯০ খ্রিষ্টাব্দের ২৪ অগাস্ট

6.কলকাতা কোন নদীর তীরে অবস্থিত?
উঃ হুগলি নদী

7.কলকাতা জেলা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে কবে?
উঃ ১৯৪৭

8.কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮৭৬ সালে

9.কোন সালে ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশন(CMC) থেকে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন(KMC)-তে রূপান্তরিত করা হয়?
উঃ ২০০১ সালে

10.কলকাতায় মোট ক'টি বিশ্ববিদ্যালয় আছে? 
উঃ ১১টি 

11.কলকাতার নিউ মার্কেট এর আগের নাম কী ছিল? 
উঃ স্টূয়ার্ট হগ মার্কেট

12.কলকাতার সবচেয়ে পুরোনো সৌধ কোনটি? 
উঃ টাউন হল (১৮০৪ সাল) 

13.কলকাতার সবচেয়ে পুরানো গির্জা কোনটি? 
উঃ সেন্ট চার্চ (১৭১৬ সালে প্রতিষ্ঠিত)

14.হিন্দু কলেজ বা প্রেসিডেন্সী কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৮১৭ খ্রিস্টাব্দের ২০ শে জানুয়ারী 

15.কলকাতার শহীদ মিনার কার স্মৃতিতে করা হয়েছিল?
উঃ স্যার ডেভিড অক্টার লোনীর। ১৮১৫ সালে স্থাপিত হয় 

16.কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয়? 
উঃ ১৮৬২ সালের ১লা জুলাই

17.কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? 
উঃ ১৮৫৭ সালের ২৮ শে জানুয়ারি 

18.কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? 
উঃ জেমস উইলিয়াম কল্ভিল 

19.কলকাতার দীর্ঘতম রাস্তা কোনটি? 
উঃ আচার্য জগদীশ চন্দ্র বসু রোড

20.হাওড়া ব্রীজ (রবীন্দ্র সেতু) কবে চালু হয়?
উঃ ১৮৪৩ সালের ২৮শে ফেব্রুয়ারি 

21.কলকাতায় কবে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়? 
উঃ ১৮৭৩ সালে

22.কলকাতায় ইলেকট্রিক ট্রাম চালু হয় কবে?
উঃ ১৯০২ সালে

23.কোন সালে প্রথম কলকাতা মেট্রো রেল চালু হয়?
উঃ ১৯৮৪ সালের ২৪শে অক্টোবর

24.কোলকাতার ইডেন গার্ডেন এর প্রাচীন নাম কী ছিল? 
উঃ আকল্যান্ড সার্কাস 

25.এন্ডারসান হাউসের বর্তমান নাম কী?
উঃ ভবানীভবন 

26.কোলকাতা, সুতানুটী ও গোবিন্দপুর-এই তিন গ্রামের তৎকালীন মালীক কে ছিলেন? 
উঃ বড়ীশার জমিদার সার্বন রায় চৌধুরী

27.আকাশবাণী ভবনের নামকরন কে করেছিলেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর 

28.কলকাতা বেতারকেন্দ্র কবে চালু হয়? 
উঃ ১৯২৭ সালে 

29.কলকাতা ন্যাশানাল লাইব্রেরির আগে কী নাম ছিল? 
উঃ ইম্পিরিয়াল লাইব্রেরি 

30.কোলকাতার নাম পালটে আলিনগর করেন কে? 
উঃ নবাব সিরাজউদৌল্লা

31.কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? 
উঃ ১৭৮০ সালে প্রকাশিত বেঙ্গল গেজেট

32.কোলকাতা কত সাল থেকে কত সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল? 
উঃ ১৭৭২ সাল থেকে ১৯১১ সালের ৩১ শে মার্চ পর্যন্ত 

33.ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯২১ সালে

34.উল্লাস নগরী বা "City of Joy" নামে পরিচিত কোন শহর?
উঃ কলকাতা

35.কলকাতাকে "প্রাসাদ নগরী" অ্যাখ্যা দিয়েছিলেন কে?
উঃ রবার্ট ক্লাইভ

36.পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্তিত?
উঃ কলকাতায়

কলকাতার ইতিহাস ও জিকে গুলি পিডিএফে রয়েছে

File Details::
File Name: কলকাতা GK
File Format: PDF
No. of Pages: 2
File Size: 192 KB

Click Here to Download

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link