সন্ধি-বিচ্ছেদ PDF-বাংলা ব্যাকরণ/Bengali Grammar Book PDF :
বাংলা ব্যাকরণের একটি অন্যতম অংশ হিসাবে আজ আমরা শেয়ার করছি সন্ধি বিচ্ছেদ PDF,যেটি Primary TET বা অন্যান্য Competitive Exam-এ বিশেষ ভাবে সাহায্য করবে
কিছু নমুনা দেওয়া হলো আর সম্পূর্ণ PDFএর ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে
সন্ধি: সন্নিহিত দুটি ধ্বনির মিলনের নাম সন্ধি। যেমন- আশা + অতীত = আশাতীত। হিম + আলয় = হিমালয়। প্রথমটিতে আ + অ = আ (া) এবং দ্বিতীয়টিতে অ + আ = আ (া) হয়েছে। আবার, তৎ + মধ্যে =তন্মধ্যে, এখানে ত + ম = ন্ম হয়েছে।
সন্ধির উদ্দেশ্য
(ক) সন্ধির উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণে সহজপ্রবণতা এবং
(খ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন। যেমন- ‘আশা’ ও ‘অতীত’ উচ্চারণে যে আয়াস প্রয়োজন, ‘আশাতীত’ তার চেয়ে অল্প আয়াসে উচ্চারিত হয়। সেরূপ ‘হিম আলয়’ বলতে যেরূপ শোনা যায়, ‘হিমালয়’ তার চেয়ে সহজে উচ্চারিত এবং শ্রুতিমধুর।
তাই যে ক্ষেত্রে আয়াসের লাঘব হয় কিন্তু ধ্বনি-মাধুর্য রক্ষিত হয় না, সে ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই। যেমন- কচু + আদা + আলু =কচ্চাদালু হয় না। অথবা কচু + আলু + আদা = কচ্চান্বাদা হয় না।
বাংলা শব্দের সন্ধি
বাংলা সন্ধি দুই রকমের:
১. স্বরসন্ধি
২. ব্যঞ্জনসন্ধি।
দেরী না করে নিচের লিংক থেকে PDFটি ডাউনলোড করে নিন
File Details:
File Name: Sondhi Bichhed/সন্ধি বিচ্ছেদ
File Format: PDF
File Size:732KB
Click Here To Download the PDF File
বিচ্ছেদ অপরাহ্ন সন্ধির ...
ReplyDeleteSandhi niches of word Bengali oisharjya
ReplyDeleteলঘূকৃত সন্ধিবিচ্ছেদ কী
ReplyDeletehue hue
ReplyDelete