Breaking







Tuesday, August 7, 2018

সালোকসংশ্লেষ প্রশ্ন-উত্তর PDF/General Knowledge PDF on Photosynthesis/জীবন বিজ্ঞান সাধারণ জ্ঞান-Daily GK Bangla

সালোকসংশ্লেষ প্রশ্ন-উত্তর PDF/General Knowledge PDF on Photosynthesis/জীবন বিজ্ঞান সাধারণ জ্ঞান :

সালোকসংশ্লেষ সাধারনজ্ঞান প্রশ্ন-উত্তর pdf

1.সালোকসংশ্লেষের বিক্রিয়াকালে কার্বন ডাই-অক্সাইড (CO2) উপাদানটি বিজারিত হয় ।

2.ATP এর পুরো নাম হল অ্যাডিনোসিন ট্রাই ফসফেট ।

3.প্রতি গ্রাম-অণু গ্লুকোজে 686 K.Cal ক্যালরি শক্তি আবদ্ধ থাকে ।


4.সালোকসংশ্লেষ উপচিতি জাতীয় বিপাক ক্রিয়া ।

5.যেসব জীবের দেহে ক্লোরোফিল নেই তারা সালোকসংশ্লেষে অক্ষম । যেমন- প্রাণী, মৃতজীবি উদ্ভিদ (ছত্রাক, মনোট্রপা), পরজীবি উদ্ভিদ (স্বর্ণলতা) প্রভৃতি ।

6.সবুজ উদ্ভিদ ছাড়া স্বভোজি  ব্যাকটেরিয়া (ক্লোরোবিয়াম), ইউগ্লিনা ও ক্রাইস্যামিবা নামক প্রাণী  সালোকসংশ্লেষে সক্ষম ।

7.গ্লুকোজের উপাদানগুলি হল কার্বন (C),  হাইড্রোজেন (H) ও অক্সিজেন (O) ।

8.সালোকসংশ্লেষে ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় ATP উপন্ন হয় ।

9.সূর্যালোকের 400-700 nm আলোক তরঙ্গে সালোকসংশ্লেষ সংঘটিত হয় ।



10.কেবল মাত্র কাণ্ডে সালোকসংশ্লেষ ঘটে এরূপ দুটি উদ্ভিদের নাম ফনীমনসা ও বাজবরণ ।

11.লাল ও বেগুনী বর্ণের আলোতে সালোকসংশ্লেষ সবচেয়ে বেশি হয় ।

12.সালোকসংশ্লেষে সক্ষম একটি এককোষী উদ্ভিদের নাম হল ক্লোরেল্লা নামক এককোষী শ্যাওলা ।

13.ক্লোরোফিল  পেট্রোলিয়াম, ইথার, অ্যালকোহল ও ক্লোরোফর্মে দ্রবণীয় ।

নিচের দেওয়া লিংক থেকে PDFটিডাউনলোড করে নিন 

সালোকসংশ্লেষ প্রশ্ন-উত্তর PDF/General Knowledge PDF on Photosynthesis/জীবন বিজ্ঞান সাধারণ জ্ঞান :

File details:
File name: সালোকসংশ্লেষ /Photosynthesis
File Format: PDF
File Size:561KB

Click Here To download The PDF

এইরকম আরো Study materials পাওয়ার জন্য আমাদের সাইট প্রতিদিন ভিজিট করুন 

2 comments:

  1. Achcha apnara kon app ba font use koren j ami ei pdf er kono kichu copy korle bangla gulo venge jay. Khub osubidhe hoy jokhon aro kichu information ete add korte ichche hoy. Valo hoy jodi ektu help koren byapar ta te.

    ReplyDelete

Dont Leave Any Spam Link