Gender Change Rules In Bengali PDF
![]() |
Gender Change |
নমস্কার বন্ধুরা,
আজ Gender Change Rules In Bengali PDFটি আপনাদের দিচ্ছি, যেটিতে জেন্ডার চেঞ্জ বা লিঙ্গ পরিবর্তনের সূত্র ও উদাহরণ দেওয়া হয়েছে। Primary TET, CTET এবং Upper Primary TET পরীক্ষাতে Gender Change থেকে প্রশ্ন আসে; আর সেই কারণেই আজকের এই উপস্থাপনা আমাদের। সুতরাং সম্পূর্ণ পিডিএফটি সংগ্রহ করে পড়তে থাকুন।
Gender Change Rules In Bengali
Gender:
Gender এর আভিধানিক অর্থ হল লিঙ্গ। অর্থাৎ Gender হচ্ছে কোন noun বা pronoun এর সেই রূপ যা দিয়ে প্রকাশ করা হয় ঐ noun বা pronoun টি স্ত্রী, পুরুষ, ক্লীব নাকি উভয় লিঙ্গ।
Gender সাধারনত চার প্রকার।
- Masculine Gender (পুং লিঙ্গ)
- Feminine Gender (স্ত্রী লিঙ্গ)
- Neuter Gender (ক্লীব লিঙ্গ)
- Common Gender (উভয় লিঙ্গ)
i. Masculine Gender
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বাচক অবস্থাকে বোঝায় তাকে Masculine Gender বলে। যেমন – Man, Boy, Brother, Bull, He, Dog, Cock, ইত্যাদি।
ii. Feminine Gender
যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বাচক অবস্থাকে বোঝায় তাকে Feminine Gender বলে। যেমন – Woman, Cow, Sister, Girl, She, Bitch, Hen, ইত্যাদি।
iii. Neuter Gender
যে noun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বা পুরুষ কোন অবস্থাকে বোঝায় না তাকে Neuter Gender বলে। যেমন - Book, Pen, Table, ইত্যাদি।
উদাহরণ সহ সম্পূর্ণ তথ্য পিডিএফে রয়েছে
File Details::
File Name: Gender Change List
File Format: PDF
No. of Pages: 12
File Size: 810 KB
Click Here to Download
মুক্তিযুদ্ধ সম্পর্কিত সাধারণ জ্ঞানের pdfথাকলে দয়া করে লিঙ্কটা আমায় দিন!
ReplyDeleteএটা একটা ভারতীয় বাংলা শিক্ষণ ওয়েবসাইট। এখানে হয়তো এ ব্যাপারে কোনো সহযোগিতা পাবেন না। অন্য মাধ্যমগুলোতে চেষ্টা করে দেখুন, পেয়ে যাবেন।
Delete