Breaking







Thursday, March 1, 2018

General science questions answers|| সাধারন বিজ্ঞান প্রশ্ন উত্তর


#PSC_MISC_SPECIAL

☆ এই মুহূর্তে পৃথিবীর শক্তির বড়ো উৎস হল - তেল ।
☆ ভারতে সর্বাধিক কয়লা ব্যবহৃত হয় - তাপবিদ্যুত্ কেন্দ্রে ।
☆ শব্দ দূষণ পরিমাপক একক হল - ডেসিবেল ।
☆ যানবাহনের ধোঁয়া সৃষ্ট ক্ষতিকারক ধাতুজাতীয় দূষক পদার্থ হল - সিসা ।
☆ CFCএর পুরো নাম -ক্লোরো ফ্লুরো কার্বন 
☆ মিনেমাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হল - পারদ ।
☆ UV বিকিরণের দ্বারা ত্বকের ক্যান্সার হয় ।
☆ বিশ্ব পরিবেশ দিবস হল - 5ই জুন ।
☆ জৈব বিয়োজনক্ষম দূষণ সৃষ্টিকারী পদার্থটি হল - প্লাস্টিক ।
☆ তাজমহলের ক্ষতিকারক দূষণ পদার্থটি হল - সালফার ডাই অক্সাইড ।

☆ ভারতে সৃষ্ট মিথেনের মূল উৎস হল - ধান খেত ।
☆SO2 দূষন দ্বারা গাছের - ক্লোরোফিল বিনষ্ট হয় ।
☆ওজোনস্তর দেখা যায় - স্ট্র্যাটোস্ফিয়ারে ।
☆ওজোনস্তরের ক্ষয়ের জন্য দোষী প্রধান গ্যাসের নাম - CFC ।
☆ প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম - CO2 ।
☆ ইলেক্ট্রোস্ট্যাটিক প্রেসিপিটর যন্ত্র ব্যবহার হয় - বায়ুদূষণ রোধে ।
☆ইউট্রোফিকেশন বলে - জলে শৈবালের বৃদ্ধিকে ।
☆ বিশুদ্ধ জলে pH এর মান - 7 ।
☆জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম - স্ট্রিকনিন ।
☆মিনেমাটা বিপর্যয় ঘটে - জাপানে ।
☆শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার বসবাসরীতিকে বলা হয়- সিমবায়োসিস ।
☆ বাস্তুতন্ত্রের কোনো স্থানের সমগ্র উদ্ভিদের একসঙ্গে বলা হয়- ফ্লোরা।
☆প্রাণীগোষ্ঠীকে বলা হয়- ফনা।
☆ উদ্ভিদের বলা হয়- ফাইটোপ্ল্যাংটন।
☆প্রানিদের বলা হয় - জু-প্ল্যাংটন ।
☆ফাইটোপ্ল্যাংটন হলো জলজ বাস্তুতন্ত্রের- উত্পাদক উপাদান ।
☆ যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাতার কেটে বেড়ায় তাদের বলে- নেকটন।
☆নেকটনের উদাহরণ- মাছ ও তিমি।
☆ যেসব প্রাণী জলের নীচে বসবাস করেন তাদের বলা হয়- বেনথস।
☆ বেনথসের উদাহরণ- শামুক ও প্রবাল।
☆ পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের নাম- জলদাপাড়া।
☆ভারতের দুটো লুপ্তপ্রায় প্রাণীর নাম- একশৃঙ্গ গন্ডার ও সিংহ ।
☆ভারতের দুটো বিলুপ্ত প্রাণীর নাম- গোলাপী মাথা হাস ও পাহাড়ি বটের।
☆ ফাইটোপ্ল্যাংটনের উদাহরণ- ক্ল্যামাইডোমেনাস ও ভলবক্স।
☆ জু-প্ল্যাংটনের উদাহরণ- মশার লার্ভা ও ডাফনিয়া।
☆ নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া- রাইজোবিয়াম ও ক্লসট্রিডিয়াম।
☆ ডি- নাইট্রিফাইং ব্যাকটেরিয়া- সিউডোমেনাস ও থিওব্যাসিলাস।
☆ বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো প্রজাতির জীবের অবস্থান ও তার ভুমিকাকে বলা হয়- ইকোলজিক্যাল নিচ্।
☆ খাদ্য পিরামিড- তিনপ্রকার।
☆"ইতাই-ইতাই" - রোগ কোন ধাতুর কারনে হয়- ক্যাডমিয়াম।
☆ মিনামাটা রোগ কোন ধাতুর কারনে হয় ? : পারদ
☆ ব্ল্যাক ফুট ডিজিজ কোন ধাতুর কারনে হয় ? : অার্সেনিক
☆ ফ্লুরোসিস রোগ কেন হয় ? : ফ্লোরাইড দুষন
☆ কালো ফুসফুস রোগ কাদের হয় ?: কয়লা কারখানার শ্রমিকদের ।
☆প্রধান গ্রীন হাউস গ্যাস কোনটি ? : কার্বন ডাইঅক্সাইড
☆ জৈব গ্রীন হাউস গ্যাস কোনটি ?: মিথেন

☆ বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী আর্সেনিকের নিরাপদ মাত্রা কতো ?? : প্রতি লিটার জলে ০.০১ মিলিগ্রা
☆ মানবদেহে আর্সেনিকের সর্বাধিক সহনসীমা কতো ? : প্রতি লিটার জলে ০.০৫ মিলিগ্রাম ।
#বিশ্বের__ক্ষুদ্রতম__কিছুতথ্যঃ
.
> পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ : ওশেনিয়া
> পৃথিবীর ক্ষুদ্রতম দেশ : ভ্যাটিকান সিটি
> পৃথিবীর ক্ষুদ্রতম মুসলিম দেশ : মালদ্বীপ
> সবচেয়ে ক্ষুদ্রতম দিন : ২২ ডিসেম্বর (উত্তর গোলার্ধে)
> সবচেয়ে রাত : ২১ জুন (উত্তর গোলার্ধে)
> পৃথিবীর ক্ষুদ্রতম নদী : ডি রিভার (যুক্তরাষ্ট্র)
> পৃথিবীর ক্ষুদ্রতম পাখি : হামিং বার্ড
> পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর : আর্কটিক মহাসাগর
>সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ : বুধ
> পৃথিবীর ক্ষুদ্রতম গির্জা : চ্যাপেন্স অব সান্তা- ইসাবেল (ভ্যাটিকান সিটি)
> পৃথিবীর ক্ষুদ্রতম ফুল : পিলিয়া মাইক্রোফোলিয়া
> পৃথিবীর ক্ষুদ্রতম প্রজাতন্ত্র : নাউরু
> পৃথিবীর ক্ষুদ্রতম মাছ : ইনষ্ট্যান্ট ফিস (ওজন ১ মি.
গ্রাম)
> পৃথিবীর ক্ষুদ্রতম সাবমেরিন : সেরাফিনা (দৈর্ঘ্য ৪০ সেমি)

No comments:

Post a Comment

Dont Leave Any Spam Link