#মৌলিক_সংখ্যা ( Prime Number ) নিয়ে কিছু টিপস
শুধুমাত্র নিজ সংখ্যা ও ১ দ্বারা বিভাজ্য ,
১ মৌলিক সংখ্যা নয় ,২ হচ্ছে ক্ষুদ্রতম জোড় মৌলিক সংখ্যা ,
১-১০ এর মধ্যে মৌলিক সংখ্যা ৪ টি ( ২, ৩, ৫, ৭ )
১১- ২০ এর মধ্যে মৌলিক সংখ্যা ৪ টি (১১, ১৩, ১৭ , ১৯)
২১ – ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যা ২ টি ( ২৩, ২৯)
৩১ – ৪০ এর মধ্যে মৌলিক সংখ্যা ২ টি ( ৩১ – ৩৭)
৪১ – ৫০ এর মধ্যে ৩ টি ( ৪১, ৪৩ , ৪৭)
৫১ – ৬০ এর মধ্যে ২ টি ( ৫৩ , ৫৯ )
৬১ – ৭০ এর মধ্যে ২ টি (৬১ , ৬৭)
৭১ – ৮০ এর মধ্যে ৩ টি ( ৭১, ৭৩, ৭৯)
৮১ – ৯০ এর মধ্যে ২ টি ( ৮৩, ৮৯)
৯১ – ১০০ এর মধ্যে মৌলিক সংখ্যা ১ টি ( ৯৭ )
১ – ১০০ এর মধ্যে মোট ২৫ টি ।
# E Tips 1: মনে রাখার জন্য পড়তে পারেন এভাবে ৪৪২২৩২২৩২১ অথবা উল্টো ভাবে ১২৩২২৩২২৪৪
# E Tips 2: কোন সংখ্যা মৌলিক কিনা তা যাচাই করার জন্য সংখ্যাটির একক স্থানিয় অংকটি ২ , ৩ দিয়ে ভাগ করা যায় কিনা দেখতে হবে । অথবা সংখ্যাটির অংকগুলোর সমষ্টি ৩ দ্বারা ভাগ যায় কিনা , যদি ভাগ যায় তাহলে সংখ্যাটি মৌলিক সংখ্যা নয় ।
# E Tips 3: যে সমস্ত সংখ্যার গুণনীয়ক কেবল ১ এবং ঐ সংখ্যা, সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ, মৌলিক সংখ্যার কেবলমাত্র ২টি গুণনীয়ক থাকবে, কমও না বেশিও না। যেমন-
১ এর গুণনীয়ক ১
২ এর গুণনীয়ক ১ ও ২
৩ এর গুণনীয়ক ১ ও ৩
৪ এর গুণনীয়ক ১, ২ ও ৪
৫ এর গুণনীয়ক ১ ও ৫
৬ এর গুণনীয়ক ১, ২, ৩ ও ৬
লক্ষ্য করুন, এখানে ২,৩ ও ৫ এর ২টি করে গুণনীয়ক আছে, এজন্য এগুলো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার জগতে ২ একমাত্র জোড় সংখ্যা। মনে রাখা জরুরী যে, ১ মৌলিক সংখ্যা নয় (কারণ, এর মাত্র ১টি গুণনীয়ক)।
# E Tips 4: ১০০ থেকে ২০০ এর মধ্যে মৌলিক সংখ্যা আছে ২১ টি। যথাঃ
১০১, ১০৩, ১০৭, ১০৯, ১১৩, ১২৭, ১৩১, ১৩৭, ১৩৯, ১৪৯, ১৫১, ১৫৭, ১৬৩, ১৬৭, ১৭৩, ১৭৯, ১৮১, ১৯১, ১৯৩, ১৯৭,এবং ১৯৯।
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link