Breaking







Monday, October 23, 2017

পরিবেশের ৫০ টি প্রশ্ন উত্তর

💙💖 ENVS er Questions 💖💙
১। যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে ? উঃ রেইন গেজ
২। " এক্স রশ্মি " কে আবিষ্কার করেন ? উঃ- উইলহেলম কনরাড রন্টজেন
৩। লুনার কস্টিক আসলে কি ? উঃ- সিল্ভার নাইট্রেট
৪। গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ? উঃ ক্লোরোপ্লাস্টে
৫। ব্রঙ্কাইটিস কিসের রোগ ? উঃ শ্বাসনালীর রোগ
৬। ব্যাঙের শীতঘুমকে কি বলে ? উঃ হাইবারনেশান
৭। কোন কোষ অঙ্গানুকে ক্লডের ডানা বলা হয় ? উঃ রাইবোজোম
৮। গতিশীল ট্রেনে বসে থাকা ব্যাক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন মনে হবে ? উঃ স্থির মনে হবে
৯। কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার ? উঃ সামুদ্রিক কচ্ছপ
১০। কোন বিজ্ঞানী রক্তের শ্রেনীবিভাগ করেন ? উঃ কার্ল ল্যান্ডস্টেইনার
১১। কোন প্রকার উতসেচক রক্ততঞ্চনে সাহায্য করে ? উঃ থ্রম্বোকাইনেজ
১২। কোন গ্রন্থি থেকে গোনাডোট্রপিক হরমোন ক্ষরিত হয় ? উঃ পিটুইটারি
১৩। জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয় ? উঃ জিওলাইট
১৪। 'হাইগ্রোমিটারে' কি পরিমাপ করা হয় ? উঃ আর্দ্রতা
১৫। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে ? উঃ লাইসোজম
১৬। কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয় ? উঃ ভিটামিন A ও D
১৭। মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারন কি ? উঃ এটিপি কমে যাওয়া
১৮। স্ত্রী দেহে স্তন গ্রন্থি কীসের প্রকৃত রুপান্তর ? উঃ ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড
১৯। বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয় ? উঃ মাথা ব্যাথা ও তন্দ্রাচ্ছন্নতা
২০। মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি ? উঃ এনামেল
২১। নিষেকের পর কোষের ক্রোমোজোম সংখ্যা কত হয় ? উঃ ২n
২২। পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে ? উঃ ভিটামিন বি ১২
২৩। কোন স্তন্যপায়ী প্রানীর দেহে লোম থাকে না ? উঃ তিমি
২৪। যেসব প্রানীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে ? উঃ কপ্রফ্যাগি
২৫। কোন কীটনাশকের ছোয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে ? উঃ প্যারাথিয়ন
২৬। চুম্বকে পরিণত করা যায় → ইস্পাতকে -
২৭। পারস্পারিক আবেশকে ব্যবহার করা হয় → ট্রান্সফরমারে -
.২৭। মহাজাগতিক রশ্মির আবিষ্কারক → হেস -
২৮। দুধে থাকে → ল্যাকটিক এসিড -
২৯। জৈব অম্ল হলো → এসিটিক এসিড -
৩০। ফল পাকানোর জন্য দায়ী → ইথিলিন -
.৩১। শব্দের গতি সর্বাপেক্ষা কম → বায়বীয় মাধ্যমে -
৩২। ফটোইলেকট্রিক কোষের উপর আলো পড়লে উৎপন্ন হয় → বিদ্যুৎ
৩৩। নেফ্রন কি?
বৃক্কের গঠন মূলকক ও কার্য মূলক একক।
৩৪। কেঁচোর রেচন অঙ্গের নাম কি?
নেফ্রিডিয়া।
৩৫। তরুক্ষীর কোন উদ্ভিদের পাওয়া যায়?
বট গাছে।
৩৬। কোন উপক্ষার মানুষের ররক্তচাপ কমাতে সাহায্য করে?
রেসারপিন।
৩৭। সিংকোনা গাছ থেকে কোন উপক্ষার পাওয়া যায়?
কুইনাইন।
৩৮। মেরুদণ্ডী প্রানীর রেচন অংগের নাম কি?
বৃক্ক।
৩৯। নিউরোনন কি?
স্নায়ুতন্ত্রের গঠন মূলক ও কার্য মুলক একক।
৪০। পর পর অবস্থিত দুটি নিউরোনের সং্যোগ স্থলকে কি বলা হয়?
সাইন্যাপস।
৪১। ইন্সুলিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়?
অগ্নাশয়ের আইলেট্স্ অব্ ল্যাঙ্গারহ্যান্স্ গ্রন্থির বিটা কোশ থেকে।
৪২। কোন হরমোনকে আপদকালীন হরমোন বলা হয়?
অ্যাড্রিনালিন হরমোনকে।
৪৩। থাইরক্সিন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়?
থাইরয়েড গ্রন্থি থেকে।
৪৪। কোন হরমোন বীজ হীন ফলল উৎপাদনে সাহায্য করে?
অক্সিন।
৪৫।STH-এর পুরো নাম কী?
সোমাটোট্রোপিক হরমোন।
৪৬। GTH-এর পুরো নাম?
গোনাডোট্রোপিক হরমোন।
৪৭। মানুষের দেহে অটোজোমের সংখ্যা কত?
44 টি।
৪৮। একটি হরমোন যার মধ্যে আয়োডিন থাকে- থাইরক্সিন
৪৯। অলফ্যাক্টরী স্নায়ু কোথায় বিস্তৃত থাকে- নাসিকায়
৫০। রাফাইড কচুতে থাকে।

1 comment:

  1. Please upload more environmental science PDF mcqs for wb primary tet

    ReplyDelete

Dont Leave Any Spam Link