Breaking







Tuesday, October 24, 2017

*ভারতবর্ষের* সবকিছু এই পোষ্টে

#ভারতবর্ষ
**প্রাচীন নাম --জম্বুদ্বীপ
**অবস্থান --এশিয়া মহাদেশের দক্ষিণ গোলার্ধে
**অক্ষাংশ অনুসারে --উত্তর গোলার্ধে
**দ্রাঘিমা অনুসারে --পূর্ব গোলার্ধে
**অক্ষাংশ --8°4'--37°6' উত্তর
**দ্রাঘিমা --68°7'--97°25' পূর্ব
**আয়তন --32,87,263 বর্গকিমী
**আয়তনে --সপ্তম (রাশিয়া,ক্যানডা,চীন,মার্কিন যুক্তরাষ্ট্র,ব্রাজিল,অষ্ট্রেলিয়া,ভারতবর্ষ )
**লোকসংখ্যা --121 কোটি (দ্বিতীয়,চীনের পর )
**রাষ্ট্রীয় ভাষা --নেই
**সংযোগকারি ভাষা --ইংরাজি
**সংবিধানে স্বীকৃত ভাষা --22 টি
**রাজ্য --29 টি
**কেন্দ্রশাসিত অঞ্চল --7 টি
**রাজধানী --দিল্লী
**উত্তর -দক্ষিণ এ বিস্তার --3214 কিমি
**পূর্ব --পশ্চিম এ বিস্তার --2933 কিমি
**প্রমান দ্রাঘিমা --82°30' পূর্ব
**প্রমান দ্রাঘিমা গিয়েছে --এলাহাবাদ শহরের উপর দিয়ে
**সবচেয়ে বড় রাজ্য --রাজস্থান
**সবচেয়ে ছোটো রাজ্য --গোয়া
**সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল --আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
**সবচেয়ে ছোটো কেন্দ্রশাসিত অঞ্চল -লাক্ষা দ্বীপ **সবচেয়ে বেশি প্রতিবেশি দেশ স্পর্শকারি রাজ্য --জম্মু কাশ্মির,পশ্চিমবঙ্গ,সিকিম,অরুণাচল প্রদেশ **সবচেয়ে বেশি রাজ্য স্পর্শকারী রাজ্য --উত্তরপ্রদেশ (8 টি )
**কর্কটক্রান্তি রেখা গিয়েছে --8 টি রাজ্যর মধ্যে দিয়ে (গুজরাত,রাজস্থান,মধ্যপ্রদেশ,ছত্তিসগড়, ঝাড়খণ্ড,,পশ্চিমবঙ্গ,ত্রিপুরা,মিজোরাম )
**অক্ষাংশ ও দ্রাঘিমা --প্রায় সমান (30 °)
**জাতীয় প্রতীক --অশোকস্তম্ভ
**জাতীয় সংগীত --জনগন মন অধিনায়ক
**জাতীয় স্তত্র --বন্দেমাতরম
**জাতীয় পশু --বাঘ
**জাতীয় পাখি --ময়ূর
***জাতীয় ফুল --পদ্ম
**জাতীয় নদী --গঙ্গা
**জাতীয় বৃক্ষ --বট
**জাতীয় খেলা --কবাডি
**জাতীয় নীতিবাক্য --সত্যমেব জয়ত এ
**উত্তরতম বিন্দু --ইন্দিরাকল
**দক্ষিণতম বিন্দু --ইন্দিরা পয়েন্ট
**পূর্বতম বিন্দু --কিবিথূ
**পশ্চিমতম বিন্দু --গুহারমোটর
**সর্বোচ্চ শৃঙ্গ --গডউইন আস্তিন
**সর্বোচ্চ মালভূমি --লাদাখ
**প্রধান নদী --গঙ্গা
**জনঘনত্ব --382 জন প্রতি বর্গ কিমিতে
**শিক্ষার হার --74.4%
**সবচেয়ে বেশি জনঘনত্ব --বিহার (1102)
**সবচেয়ে কম জনঘনত্ব --অরুণাচল প্রদেশ (17)
**সবচেয়ে বেশি লোকসংখ্যা --উত্তরপ্রদেশ
**সবচেয়ে কম লোকসংখ্যা --সিকিম
**সবচেয়ে বেশি শিক্ষিত রাজ্য -কেরালা(93.91%)
**সবচেয়ে কম শিক্ষিত রাজ্য-বিহার (63.82%)
**একমাত্র মরুভূমি --থর
**সবচেয়ে বেশি শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল--লাক্ষাদ্বীপ(92.24%)
**সবচেয়ে কম শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল --দাদারা নগর হভেলি (77.64%)
**ভারতের প্রবেশদ্বার --মুম্বাই
**ভারতের মঞ্চেস্টার --আমেদাবাদ
**দক্ষিণ ভারতের মঞ্চেস্টার --কয়েম্বাটর
**উত্তর ভারতের --কানপুর
**মূলধনের রাজধানী --মুম্বাই
**বিজ্ঞান নগরী --বাঙ্গালোর
**মশলার বাগান --কেরেলা
**গোলাপি শহর --জয়পুর
**উদ্দ্যান নগরী --লক্ষ্ণৌ
**একই রাজ্যর দুটি রাজধানী --জম্মু কাশ্মির
**দুটি রাজ্য ও একটা কেন্দ্রশাসিত অঞ্চল এর একটি রাজধানী --চণ্ডীগড়
**দুটি রাজ্যর একটি রাজধানী --হায়দ্রাবাদ
**বৃহত্তম হ্রদ --সম্বর
**বৃহত্তম বাঁধ --হীরাকুধ
**উচ্চতম বাঁধ --ভাকরানাঙ্গাল
**দীর্ঘতম সড়ক পথ --NH7
**ক্ষুদ্রতম সড়ক পথ --NH47
**তিনদিক দিয়ে সমুদ্র দিয়ে ঘেরা থাকাই --উপদ্বীপ বলা হই (বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপদ্বীপ )
**পৃথিবী এর ভূস্বর্গ বলা হয়--কাশ্মির কে
**বিন্ধ্য পর্বত ভারতকে আর্য্যাবর্ত ও দাক্ষিণাত্য -- এই দুটি ভাগে ভাগ করেছে
**সংস্কৃতি --মিশ্র
**বিশ্বের সবচেয়ে বড় --গনত্রান্তিক দেশ
**রাজা ভরত এর নামানুসারে --নাম ভারতবর্ষ
**গ্রীকরা নাম দিয়েছে --ইন্ডিয়া
**প্রতিবেশি দেশের সংখ্যা --9 টি (চীন,নেপাল,ভুটান,বাংলাদেশ,মায়ানমার,শ্রীলঙ্কা,মালদ্বীপ,পাকিস্তান,আফগানিস্তান )
**ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য --অন্ধ্রপ্রদেশ
**প্রজাতন্ত্র দিবস --26 সে জানুয়ারি (1950)
**স্বাধীনতা দিবস --15 আগষ্ট (1947)
**ভারত থেকে শ্রীলঙ্কা আলাদা হয়েছে --পক্ প্রণালী দ্বারা
**ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা -রাডক্লিফ **ভারত ও আফগানিস্তানের মধ্যে সীমারেখা --দুরান্দ লাইন
**ভারত ও চীনের মধ্যে সীমারেখা --মাকমোহন লাইন
**সবচেয়ে বড় প্রতিবেশী দেশ --চীন
**সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ --মালদ্বীপ
**সবচেয়ে বেশী বাউণ্ডারি শেয়ার করেছে --বাঙলা দেশের সঙ্গে
**সবচেয়ে কম বাউণ্ডারি শেয়ার করেছে --আফ গানিস্তানের সঙ্গে
**দক্ষিণ ভরতের সর্বোচ্চ শৃঙ্গ --আনাইমুদি
**উত্তর ভারতের সর্বোর্চ্চ শৃঙ্গ --k2
**পশ্চিম ভারতের সর্বোর্চ্চ শৃঙ্গ --গুরুসিখর
**পূর্ব ভারতের সর্বোর্চ্চ শৃঙ্গ --নামচাবারঊয়া
**জলবায়ু --অদ্রক্রান্তীয় মৌসুমী প্রকৃতির
**প্রধান কৃষিজ ফসল --ধান
**পুরুষ :স্ত্রী =1000:940
**বৃহত্তম বন্দর --মুম্বাই
**বৃহত্তম রেলস্টেশন --গৌরক্ষপুর
**বৃহত্তম জেলা --গুজরাতের কচ্ছ
**খুদ্রতম জেলা --মাহে
**সবচেয়ে বেশি লোকসংখ্যা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল --দিল্লি
**সবচেয়ে কম লোকসংখ্যা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল --আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
**সবচেয়ে বড় উপনদী --যমুনা
**বৃহত্তম হোটেল --ওবেরয় সেরাতোন
**বৃহত্তম গুহমন্দির --ইলোরা
**বৃহত্তম পশুমেলা --শোনপুর (বিহার )
**উচ্চতম প্রবেশদ্বার --বুলন্দ দরজা
**উচ্চতম বিমান বন্দর --লে (লাদাখ)
**সর্বাধিক সন্মানজনক পুরষ্কার --ভারতরত্ন
**উচ্চতম সমরঙ্গন --সিয়াচেন হিমবাহ
**দীর্ঘতম হিমবাহ --সিয়াচেন
**সর্বাধিক সন্মানিয়ো সামরিক পুরষ্কার --পরম বীর চক্র
**উচ্চতম জলপ্রপাত --গের্সোপ্পা (কর্ণাটক )
**বৃহত্তম বারান্দা --রামেশ্বর মন্দিরের বারান্দা
**বৃহত্তম ঝুলন্তসেতু --হাওড়া সেতু
**বৃহত্তম চর্চ --সেণ্ট ক্যাথীদ্রাল (গোয়া )
**বৃহত্তম বদ্বীপ --সুন্দরবন
**বৃহত্তম গম্বুজ --গোলগম্বুজ (বিজাপুর )
**বৃহত্তম গুরুদ্বার --স্বর্ণ মন্দির
**বৃহত্তম হ্রদ --উলর (মিষ্টি জলের )
**বৃহত্তম হ্রদ --চিল্কা ((নোনা জলের )
**মানব নির্মিত বৃহত্তম হ্রদ --গোবিন্দ পন্থ সাগর
**বৃহত্তম মসজিদ --জামা মসজিদ
**বৃহত্তম জাদুঘর --জাতীয় জাদুঘর কোলকাতা
**বৃহত্তম তারামন্দির -বিড়লাতারা মন্দির কোলকাতা
*সবচেয়ে জনবহুল  শহর --মুম্বাই
 **বৃহত্তম চিড়িয়াখানা --আলিপুর (কোলকাতা )  
**দীর্ঘতম সমুর্দ্র সৈকত --মেরীনা (চেন্নাই )
**দীর্ঘতম সেতু --মহাত্মা গান্ধী সেতু (পাটনা )
**দীর্ঘতম স্টেডিঅম --সল্ট লেক্
**বৃহত্তম উপজাতি -- গণ্ড
**বৃহত্তম তৈল শোধনাগার --কয়ালি
**বৃহত্তম সংশোধন গর --তিহাড়
**উচ্চতম বিমানবন্দর --লে
**বৃহত্তম স্তূপ --সাঞ্চি
**সর্বাধিক বৃষ্টি পাত যুক্ত অঞ্চল --মৌসিন রাম
**দীর্ঘতম উপকূল --গুজরাত
**প্রাচীন সড়ক পথ --গ্র্যাণ্ড ট্রঙ্ক রোড
**উচ্চতম মুর্তি --স্ট্যাচু অফ ইউনিতী
**দীর্ঘতম গুহপথ --জহর টানেল
**দীর্ঘতম বৈদুতিক রেলপথ --দিল্লি থেকে পাটনা হোয়ে কোলকাতা
**উচ্চতম রাস্তা --খড় দুঙ্গলা
**স্থলভাগের পরিসীমা --15200 কিমি
**উপকূল ভাগের পরিসীমা --7517 কিমি
**প্রথম সুর্য দেখা যায় ---অরুণাচল প্রদেশ
**শেষ সুর্য দেখা যায় --গুজরাত
**গুজরাত ও অরুণাচল প্রদেশ এর সময়ের পার্থক্য --2 ঘণ্টা
**ভারতের প্রমান সময় গ্রীনিচ এর প্রমান সময় থেকে --5.30 ঘণ্টা আগে
**সবচেয়ে বেশি জেলা --উত্তরপ্রদেশ
**সবচেয়ে কম জেলা --সিকিম
**মোট জেলা --672
**দ্রুততম রেল --গতিমান
**সবচেয়ে বড় পখিরালায় --ঘানা
**সবচেয়ে উষ্ণতম স্থান --বিয়্দলী
**সবচেয়ে শীতলতর স্থান --দ্রশ
**হিমালয়ের রানী --মৌসুরী
**উত্সবের শহর --মাদুরাই
**কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল --জয়শালমির
**সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া --বাঙ্গালোর
**ভারতের বোস্টন --আমেদাবাদ
**দীর্ঘতম নদী দ্বীপ --মজুলি

1 comment:

Dont Leave Any Spam Link