14th July 2022 Current Affairs in Bengali
![]() |
July 2022 Current Affairs in Bengali |
14th July Current Affairs in Bengali
1.জুন ২০২২ মাসে পুরুষ বিভাগে ICC Players of the Month হলেন কে?
Jonny Bairstow
Joe Root
Rohit Sharma
Babar Azam
উত্তর:: Jonny Bairstow
তিনি ইংল্যান্ডের ক্রিকেটার
2.২০২২ জুন মাসে মহিলা বিভাগে ICC Players of the Month হলেন Marizanne Kapp, তিনি কোন দেশের ক্রিকেটার?
নিউজিল্যান্ড
আয়ারল্যান্ড
দক্ষিণ আফ্রিকা
অস্ট্রেলিয়া
উত্তর:: দক্ষিণ আফ্রিকা
3.ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ এয়ারপোর্ট তৈরি হচ্ছে কোনটি?
বেঙ্গালুরু এয়ারপোর্ট
হায়দ্রাবাদ এয়ারপোর্ট
দেওঘর এয়ারপোর্ট
লে এয়ারপোর্ট
উত্তর:: লে এয়ারপোর্ট
4.RailTel Corporation of India Ltd (RCIL)-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
সঞ্জয় কুমার
অতীশ কুমার
মৃণাল কুমার
সঞ্জীব কুমার
উত্তর:: সঞ্জয় কুমার
হেড কোয়ার্টার- গুরগাঁও, হরিয়ানা
প্রতিষ্ঠা সাল- সেপ্টেম্বর, ২০০০
5.10th World Peace Forum আয়োজিত হলো কোথায়?
লন্ডন
বেজিং
হেগ
মুম্বাই
উত্তর:: বেজিং
6.সম্প্রতি অতুল সিং কোন কোম্পানির একজিকিউটিভ ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন?
Coca Cola
PepsiCo
Adidas
Raymond
উত্তর:: Raymond
7.সম্প্রতি কোথায় ভারতের প্রথম 3D প্রিন্টেড রকেট ইঞ্জিন ফ্যাক্টরি তৈরি করলো Agnikul Cosmos?
গান্ধীনগর
মুম্বাই
চেন্নাই
বেঙ্গালুরু
উত্তর:: চেন্নাই
8.Global Gender Gap Index 2022-এ ভারতের স্থান কত?
১৩৫
১১১
১৪৬
১৩১
উত্তর:: ১৩৫
প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড
9.সম্প্রতি ভারতে কোন দেশের হাই কমিশনার হিসাবে নিযুক্ত হলেন মুস্তাফিজুর রহমান?
বাংলাদেশ
পাকিস্তান
নেপাল
আফগানিস্তান
উত্তর:: বাংলাদেশ
রাজধানী- ঢাকা
মুদ্রার নাম- টাকা
10.Goa Shipyard limited-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে?
অনুপ বাকুলি
মনিরুল ইসলাম
চণ্ডী সামন্ত
ব্রজেশ উপাধ্যায়
উত্তর:: ব্রজেশ উপাধ্যায়
Read More::
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link