Bengali GK Capsule Part-34
![]() |
Bengali GK Capsule |
1.গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া যায়?
Ans:-ঋকবেদে
2.ঘর্ঘরা নদীর আগের নাম কী ছিল?
Ans:-সরস্বতী
3.মগধের কোন রাজা সর্বপ্রথম গৌতম বুদ্ধের শিষ্যত্ব লাভ করেন?
Ans:-বিম্বিসার
4.মিউকর কোন উৎসেচক তৈরি করে?
Ans:-ডায়াস্টেজ উৎসেচক
5.টেলি পরিষেবায় প্রথম কোন বছর অপটিক্যাল ফাইবার ব্যবহার শুরু হয়?
Ans:-১৯৭৫ সালে
6.মানুষের প্রতি কানে কয়টি হাড় থাকে?
Ans:-৩টি করে
7.নাইট্রোজেন সার হিসেবে কী ব্যবহৃত হয়?
Ans:-অ্যাজোল্লা
8.পৃথিবীর গভীরতম স্থানটির নাম কী?
Ans:-মারিয়ানা খাত
9.নীল নদের প্রধান দুটি উপনদী কী কী?
Ans:- বার-এল-গজল ও আটাবারা
10.বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
Ans:-কেওক্রাডং
No comments:
Post a Comment
Dont Leave Any Spam Link